shono
Advertisement

Breaking News

বন্ধু ফারহানের বিয়েতে উদ্দাম নাচ হৃতিক রোশনের, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

বরের বেশে বন্ধু হৃতিকের সঙ্গে নাচলেন ফারহান।
Posted: 07:09 PM Feb 20, 2022Updated: 07:57 PM Feb 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর বিয়ে বলে কথা! মন খুলে নাচলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। বরের বেশে ছন্দ মিলিয়ে তাঁকে সঙ্গ দিলেন ফারহান আখতার (Farhan Akhtar)। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ‘সেনোরিটা’ গানের তালে নাচলেন দুই বন্ধু। তাঁদের এই যুগলবন্দির সাক্ষী থাকলেন নিমন্ত্রিতরা। 

Advertisement

ছোটবেলা থেকেই বন্ধুত্ব ফারহান ও হৃতিকের। তা বড়বেলাতেও অটুট রয়েছে। পরিচালক ফারহানের দ্বিতীয় সিনেমা ‘লক্ষ্য’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। তারপর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন দুই বন্ধু। সঙ্গে ছিলেন অভয় দেওল। তিনজনে মিলে গেয়েছিলেন ‘সেনোরিটা’ গানটি। ক্যামেরার সামনে নেচেওছিলেন। সেই গানেই উদ্দাম নাচলেন হৃতিক। দুই বন্ধুর নাচের ভিডিও ফিল্মফেয়ারের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করা হয়েছে। দুই তারকার নাচ দেখে মুগ্ধ অনুরাগীরা। 

[আরও পড়ুন: ‘ধুলোকণা’র শুটিংয়ে যাওয়ার পথে বিপত্তি, অ্যাপ ক্যাব বুক করে হয়রানির শিকার মানালি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement