shono
Advertisement

শ্রীদেবীর হয়ে পুরস্কার নিতে গিয়ে আইফার মঞ্চে চোখে জল বনির

আইফার মঞ্চে কারা পেলেন সেরার শিরোপা, দেখে নিন৷ The post শ্রীদেবীর হয়ে পুরস্কার নিতে গিয়ে আইফার মঞ্চে চোখে জল বনির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Jun 25, 2018Updated: 03:42 PM Jun 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পুরস্কার আগেই এসেছে৷ আইফার মঞ্চেও সেরা অভিনেত্রী তিনি৷ কিন্তু তাঁর দেখা নেই৷ দেখা পাওয়ার কথাও নয়৷ হয়তো অন্য কোথাও বসে তিনি এসব দেখছেন৷ কিন্তু শ্রীদেবীকে আর সশরীরে দেখতে পাবে না এ পৃথিবী৷ তবু শিল্পীর কাজ তো থেকেই যায়৷ সে কাজের জন্য পুরস্কারও আসে৷ স্ত্রীর হয়ে সে পুরস্কার নিতে গিয়ে আইফার মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন বনি কাপুর৷

Advertisement

[  আবার বছর কুড়ি পর…মঞ্চ মাতালেন এভারগ্রিন রেখা ]

চলতি বছরের আইফা এমনিতেই ছিল খবরের শিরোনামে৷ কুড়ি বছর এবার পারফর্ম করলেন বলিউডের এভারগ্রিন নায়িকা রেখা৷ রেখাকে আবার তাঁর পরিচিত মুদ্রায় ফিরে পাওয়া যেমন আনন্দের, তেমনই শ্রীদেবীর জন্য নামল বিষাদের ছায়া৷ ‘মম’ ছবির জন্য আইফার মঞ্চে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন শ্রীদেবী৷ কিন্তু এবার আর পুরস্কার নিতে তিনি উঠলেন না৷ তাঁর হয়ে ট্রফি হাতে নিলেন বনি কাপুর৷ কিন্তু এই আবেগঘন মুহূর্তে আর নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেকে৷ ভেঙে পড়লেন কান্নায়৷ পাশে দাঁড়িয়ে তাঁকে সান্ত্বনা দিলেন ছেলে অর্জুন কাপুর৷ বিবাদের দিন গিয়েছে৷ দূরত্বও কমেছে৷ শোক পিতা-পুত্রকে কাছাকাছি এনে দিয়েছিল৷ এদিনও তার প্রমাণ মিলল৷

[  ময়দানের লড়াই আর বাঙালির দেশপ্রেম, ‘গোল্ড’-এর ট্রেলারে মেশালেন অক্ষয় ]

জনপ্রিয় নায়িকা৷ তেমনই তুখড় অভিনেত্রী৷ সেই ‘সদমা’র দিন থেকেই নিজের অভিনয়ের প্রমাণ রেখেছেন তিনি৷ দিনে দিনে জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন৷ কিন্তু সেই সঙ্গে প্রায় প্রতি চরিত্রে তিনি বুঝিয়ে দিয়েছেন সফল নায়িকার সঙ্গে সফল অভিনেত্রী হওয়ার কোনও বিরোধ নেই৷ অদ্ভুত দক্ষতায় এ দু’টোর মিশেল ঘটাতে পেরেছিলেন তিনি৷ ‘মম’ শ্রীদেবীর দ্বিতীয় ইনিংসের ছবি৷ এর চরিত্রের জন্য নিজেকে ভেঙে গড়েছিলেন শ্রীদেবী৷ ছবি প্রশংসাও পেয়েছিল৷ কিন্তু স্বীকৃতি দেখে যেতে পারলেন না৷ তার আগেই দুবাইতে এক হোটেলে চিরঘুমে তলিয়ে গিয়েছেন নায়িকা৷

এদিন পুরষ্কার নিতে গিয়ে আবেগপ্রবণ বনি বললেন, জীবনের প্রতি মুহূর্তে শ্রীদেবীকে মিস করেন তিনি৷ এই পুরস্কার ‘মম’ ছবির সঙ্গে যুক্ত সকলকেই উৎসর্গ করলেন তিনি৷ তবে সেইসঙ্গে তাঁর একটাই প্রার্থনা, শ্রীদেবীকে সকলে যেমন ভালবাসতেন, সেই একই ভালবাসা-সমর্থন যেন তাঁর মেয়ে জাহ্নবীও পায়৷

আইফার মঞ্চে সেরার স্বীকৃতি পেলেন যাঁরাঃ

  • সেরা ছবি- তুমহারি সুলু
  • সেরা পরিচালক- সাকেত চৌধুরি (হিন্দি মিডিয়াম)
  • সেরা অভিনেত্রী- শ্রীদেবী (মম)
  • সেরা অভিনেতা- ইরফান খান (হিন্দি মিডিয়াম)
  • সেরা গায়ক(পুং)- অরিজিৎ সিং
  • সেরা গায়িকা- মেঘনা মিশ্র
  • সেরা গীতিকার- মনোজ মুন্তাসির

 

The post শ্রীদেবীর হয়ে পুরস্কার নিতে গিয়ে আইফার মঞ্চে চোখে জল বনির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার