সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই থেকে সোজা মণিপুর। আর সেখানেই মণিপুরী স্টাইলে বিয়ে সারছেন বলিউডের হ্যান্ডসাম নায়ক রণদীপ হুডা। বুধবার মণিপুরের কন্যা অভিনেত্রী ও মডেল লিন লাইশরামের গলায় মালা দেবেন রণদীপ। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে রণদীপের বিয়ের নানা অনুষ্ঠান।
মহাকাব্যের থিমেই নাকি বিয়ে করতে চলেছেন রণদীপ। আর তা হবে মণিপুরে। কেন এমন ভাবনা? মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে তা মাথায় রেখেই নাকি এমনটা ভাবা হয়েছে বলে খবর। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব। যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। তাই মহাভারতের থিমই রণদীপ ও লিনের বিয়ের জন্য ভাবা হয়েছে।
[আরও পড়ুন: Filmfare OTT: আলিয়া-মনোজ-সোনাক্ষীদের হাতে ব্ল্যাক লেডি, আর কারা পেলেন পুরস্কার?]
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মঙ্গলবার রাতের অনুষ্ঠানের বেশ কয়েকটা ছবি। যেখানে লাল মণিপুরী পোশাকে দেখা গিয়েছে রণদীপকে। ছবিতে দেখা গিয়েছে, লিনের পরিবারের সঙ্গে বসে ডিনার সারছেন রণদীপ। একসঙ্গে মিলে ছবিও তুলেছেন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মণিপুরী খাবার দিয়েই সেজে উঠবে রণদীপের বিয়ের খাবারের মেনু। তবে দুএকটা পাঞ্জাবি খানাও থাকছে। যেহেতু রণদীপের প্রিয় কাবাব, সেহেতু বহু রকমের কাবাব থাকবে অতিথিদের জন্য।
রণদীপের হবু বউ লিনের জন্ম ইম্ফলে। মডেলিংয়ের জগতে তাঁর সুনাম আছে। বলিউডে লিনের সফর শুরু হয় শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার পর ‘মেরি কম’, ‘রঙ্গুন’, ‘আখনি’ সিনেমায় দেখা গিয়েছে লিনকে। সম্প্রতি ‘জানে জান’ ছবিতে প্রেমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি ব্যবসাও রয়েছে লিনের।
