সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুনম পাণ্ডে (Poonam Pandey) চেয়েছিলেন সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে। কিন্তু হয়ে গেল উলট পুরাণ! নিজের মৃত্যু নিয়ে তো বটেই, এমনকী ক্যানসারের মতো মারণরোগ নিয়ে তাঁর বদ রসিকতার জেরে খেপে উঠেছেন ভক্তরা। যে পুনম পাণ্ডে ছিলেন এযাবৎকাল নীলদুনিয়ার রাতরানি, গত কয়েকদিনে তিনি একেবারে সোশাল মিডিয়ার ‘ভিলেন’ হয়ে উঠেছেন! এবার পুনম কাণ্ডে মুখ খুললেন জয়া আহসান (Jaya Ahsan)।
‘ভূতপরী’ সিনেমার প্রচারে পদ্মপাড় থেকে কলকাতায় পা রেখেছেন জয়া। তার ফাঁকেই পুনমের ‘ডেথ স্টান্ট’ নিয়ে কথা বললেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়া সরাসরি জানালেন, “শিল্পী হিসেবে সবকিছুরই একটা পরিমিতি বোধ থাকা প্রয়োজন। সেই সীমা ছাড়িয়ে কোনও বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া মোটেই যুক্তিযুক্ত নয়।” এপ্রসঙ্গে এক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন জয়া আহসান।
বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থার তরফে নাকি তাঁর কাছেও এহেন প্রস্তাব গিয়েছিল। চলতি ভাষায় যাকে ‘গিমিক’ বলা হয়! কী ছিল সেই বিজ্ঞাপনের শর্ত? জয়া আহসান জানালেন, “ওই সংস্থার কনসেপ্ট ছিল তিনি হারিয়ে গিয়েছেন। কিন্তু তাঁদের কথায় রাজি হননি অভিনেত্রী। এপ্রসঙ্গে ভূতপরীর মন্তব্য, শিল্পা হিসেবে আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে। সেটা ভুলে গেলে চলবে না। দর্শক আর ভক্তদের জন্যই তারকাদের অস্তিত্ব, সেটা ভুলে গিয়ে তাঁদের ভাবাবেগে আঘাত করা উচিত নয়।”
[আরও পড়ুন: ‘আর মাত্র কয়েক ঘণ্টা!’, সংসদ ভবন থেকে ছবি দিয়ে জল্পনা উসকে দিলেন দেব]
গত শুক্রবারই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পুনম পাণ্ডের মৃত্যুর খবর। তাঁর বোনই নিশ্চিত করেছিলেন সেই খবর। তড়িঘড়ি বিনোদুনিয়ায় শোরগোল পড়ে যায়। শোকবার্তাও জানান অনেকে। সেদিন দিনভর দুঃখপ্রকাশের পর শনিবার সকাল হতেই ঝুলি থেকে বেড়িয়ে পড়ে বিড়াল! পুনম পাণ্ডে সশরীরে ভিডিও পোস্ট করতেই বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহল সব একেবারে রে-রে করে উঠেছিল। ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি! পুনমের বিরুদ্ধে তোলা হয়েছে আইনি পদক্ষেপের দাবিও।