shono
Advertisement

মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার কমল আর খান, সোশাল মিডিয়ায় নিজেই জানালেন সে খবর!

দুবাই যাওয়ার পথেই গ্রেপ্তার কমল।
Posted: 05:03 PM Dec 25, 2023Updated: 05:03 PM Dec 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে পড়লেন বলিউডের অভিনেতা ও ফিল্ম সমালোচক কমল আর খান। ২৫ ডিসেম্বর মুম্বই বিমানবন্দর থেকে কমলকে গ্রেপ্তার করে পুলিশ। সোশাল মিডিয়ায় নিজের গ্রেপ্তারির খবর নিজেই জানালেন কমল। জানা গিয়েছে, ২০১৬ সালে কমলের বিরুদ্ধে হওয়া মামলাতেই গ্রেপ্তার হয়েছেন তিনি।

Advertisement

সোশাল মিডিয়ায় কমল লিখলেন, ”নতুন বছর উদযাপন করতে দুবাইয়ে যাচ্ছিলাম। বিমানবন্দরেই মুম্বই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। ২০১৬ সালে হওয়া এক মামলায় আমি নাকি ওয়ান্টেড তালিকায় রয়েছি।”

[আরও পড়ুন: বড়দিনে বড় একা মালাইকা! আরবাজের বিয়ে সম্পন্ন, লন্ডনে অর্জুন, প্রেমিকার দুর্দিনেও পাশে নেই!]

বলিউডি সিনেমা ও তারকাদের মাঝে মধ্যেই কটাক্ষ করেন কমল আর খান। সেই কারণে বলিপাড়ায় তাঁর শত্রুর সংখ্যা দিন দিন বাড়ছে। সোশাল মিডিয়ায় কমল লিখলেন,” সলমন বলেছেন, টাইগার থ্রি ফ্লপ হওয়ার পিছনে নাকি আমার হাত রয়েছে। যদি আমি জেলে মারা যাই, তাহলে ভাববেন সেটা খুন।”

আইনি বিপাকে এর আগেও পড়েছিলেন কমল। ঋষি কাপুর ও ইরফান খানের নামে অশ্লীল ট্যুইট করায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। এমনকী, ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ফিটনেস ট্রেনারকে যৌনহেনস্থা করায় গ্রেপ্তার হয়েছিলেন কমল আর খান।

[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement