সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তালিমনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’- এমন দাবি তুলেই কাবেরীর জলবণ্টন নিয়ে সম্প্রতি রাতভর বিক্ষোভ প্রদর্শন করেন কর্ণাটকের কৃষকরা। এমনকী, মঙ্গলবার বনধ ডাকা হয়েছিল বেঙ্গালুরুতে। শুক্রবার বনধ চলছে কর্ণাটক জুড়ে। কাবেরী জল বন্টনের রাজনীতির সঙ্গে এবার জুড়ে গেল তামিল ও কন্নর ফিল্ম ইন্ডাস্ট্রি। কাবেরী ইস্যু যেন বিভেদের রেখা তৈরি করল দক্ষিণের এই দুই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্য়ে। প্রতিবাদে পথেও নেমেছিল কন্নড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।
অন্য়দিকে কর্নাটকের চমারাজনগরের বিধায়ক ভাটাল নাগারাজ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে কাবেরী ইস্যুতে কটাক্ষ করে বলেন, ”কর্নাটকেই জন্মেছেন রজনীকান্ত। সুপারস্টার হয়েছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে। রজনী যখন কর্নাটকে আসেন তখন কাবেরীর জল খান। ওর তো এই নিয়ে মুখ খোলা উচিত। ”
[আরও পড়ুন: শাহরুখ যেন বলিউডের ‘পরশপাথর’, এবার বিশাল ভরদ্বাজের সিরিজেও কিং খান]
অন্যদিকে, প্রসঙ্গত, আরও চলতি সপ্তাহে কাবেরী জলবণ্টন (Cauvery Water Management) নিয়ে বৈঠক হয় দুই রাজ্যের প্রতিনিধিদের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আরও দিন কয়েক তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক জল দেবে কর্ণাটক। যদিও দাবি ছিল, ১২ হাজার ৫০০ কিউসেক জলের। সোমবারের বৈঠকে এ বিষয়ে জলবণ্টন কমিটির এক আধিকারিক জানিয়েছিলেন, কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। যা আগামী আরও পনেরো দিন তামিলনাড়ুকে দেওয়া হবে। এবার সেই বিষয়েই সুর চড়ালেন দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপ।
এক্স হ্যান্ডেলে (টুইটার) মাতৃভাষায় প্রতিবাদ করে কর্ণাটকের ভূমিপুত্র সুদীপ বলেন, “আমাদের কাবেরী আমাদের অধিকার। কাবেরীর প্রতি মানুষের এই বিশ্বাসকে সরকার কখনোই আশাহত করবে না বলেই আমার বিশ্বাস। অবিলম্বে নতুন স্ট্র্যাটেজি প্রয়োগ করে বিশেষজ্ঞদের কাছে এই সমস্যা সমাধান করার দাবি জানাচ্ছি। এই ভূমি, জল, ভাষার সংরক্ষণে আমারও একটা মতামত রয়েছে। মা কাবেরী করুণাদকে (কর্ণাটক) রক্ষা করুক।”
তামিলনাড়ুকে জল দেওয়ার সিদ্ধান্তে কন্নর কৃষক সংগঠনগুলি ক্ষিপ্ত। তাদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে। চাষবাসের ক্ষতি হবে। এর জেরেই আগস্ট মাসের শেষের দিকে উত্তপ্ত হয়ে ওঠে কর্ণাটকের মান্ড্য জেলা। রাতভর সেখানে বিক্ষোভ দেখান কৃষকরা। এবার সেই বিষয়েই সুর চড়ালেন কিচ্চা সুদীপ।