shono
Advertisement

Katrina Kaif-Vicky Kaushal wedding: ক্যাটরিনার সঙ্গে বিয়ে হচ্ছে না! ভিকির দিদির মন্তব্যে শোরগোল

রীতিমতো বোমা ফাটালেন ভিকির দিদি!
Posted: 02:23 PM Nov 27, 2021Updated: 04:49 PM Nov 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরেই বলিউডে হইচই। অভিনেতা ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। এমনকী, রটে গেল ভিকির সঙ্গে নাকি রোকাও সেরে ফেলেছেন ক্যাটরিনা। তবে বিয়ে নিয়ে মায়ানগরী তোলপাড় হলেও, ক্যাটরিনা ও ভিকির তরফ থেকে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি। বিয়ে নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছেন এই দুই তারকা।

Advertisement

তবে এবার ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে মুখ খুললেন, ভিকির এক তুতো দিদি চিকিৎসক উপাসনা বোহরা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিকির দিদি উপাসনা স্পষ্টই জানান, ‘ভিকি ও ক্য়াটরিনার বিয়ে হচ্ছে না। যা রটেছে, তা একেবারেই মিথ্যে খবর। আমি নিজে ভিকির সঙ্গে কথা বলেছি। ভিকি আমাকে স্পষ্টই বলেছে এই খবর একেবারেই ভুয়ো। তাই সবাইকে অনুরোধ করছি, ক্যাট ও ভিকির বিয়ে নিয়ে নানা খবর ছড়াবেন না।’

এমনকী, ভিকির দিদির দাবি, ভিকি পরিষ্কারই আমাকে জানিয়েছে, ‘ক্য়াটকিনার সঙ্গে বিয়ে তিনি করছেন না। এরকম কোনও প্ল্যানও নেই।’

ভিকির পরিবার থেকে উপাসনাই প্রথম যিনি প্রকাশ্য়ে এই বিয়ে নিয়ে কথা বললেন। কিন্তু এতদিন বাদে কেন মুখ খুললেন তিনি তা জানতে চাইলে, ভিকির দিদির স্পষ্ট জবাব, ‘যেটা সত্যি, সেটাই জানালাম। এর থেকে বেশি কিছু আর বলতে চাই না।’

[আরও পড়ুন: প্রতারক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস, অস্বস্তিতে জ্যাকলিন ফার্নান্ডেজ]

শোনা গিয়েছিল, ১৮ আগস্ট নাকি গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছেন ভিকি ও ক্যাটরিনা। তবে সে খবর যে একেবারেই ভুয়ো, তা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ভিকি। তবে ভিকির সঙ্গে বিশেষ বন্ধুত্ব নিয়ে কখনওই মুখ খুলতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে।

করণ জোহরের শোয়ে এসে ভিকি কৌশলের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। সে কথা করণের মুখ থেকে জানতে পেরে একেবারেই লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন ভিকিও। এই ঘটনার পর থেকেই ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে বলিউডে গুঞ্জন শুরু হয়।

সলমন খানের হাত ধরেই বলিউডে প্রবেশ করেছিলেন ক্যাটরিনা। সেই সময় দুই তারকার অফস্ক্রিন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ফের রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক গড়ে ওঠে। সলমনের সঙ্গে ক্যাটরিনার দূরত্ব তৈরি হয়। এদিকে প্রকাশ্যে ভালবাসার কথা না বললেও রণবীর ও ক্যাটরিনার একান্ত মুহূর্ত মাঝে মধ্যেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ত। তবে সময়ের ফেরে সে সম্পর্কও ভেঙে যায়। ক্যাটরিনার বান্ধবী আলিয়া ভাটকে (Alia Bhatt) মন দিয়ে বসেন রণবীর।

[আরও পড়ুন: Sreelekha Mitra: ‘তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে, বউ জানে না?’ ফাঁস শ্রীজাত-শ্রীলেখার ‘গ্যাঁড়াকল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement