সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফাটা পোস্টার নিকলা হিরো’— সাধারণ এমন প্রবাদই শোনা যায় সিনেপাড়ায়। ক্যামেরার নেপথ্যের মানুষদের পোস্টারে সচরাচর দেখা যায় না। তবে নেপথ্যের সেই মানুষটিই যদি ক্যামেরার সামনে চলে আসেন। তাহলে ‘বিরাট’ পোস্টার তাঁরও দেখা যায়। এমনটাই হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) ক্ষেত্রে। নায়ক হিসেবে নিজের বিশাল পোস্টার দেখে অভিভূত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক।
নবীনা সিনেমা হলের সামনে নতুন ছবি ‘কথামৃত’র (Kothamrito) পোস্টার লাগানোKaushik Ganguly হয়েছিল। ছবির নায়ক সনাতনের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সনাতনের স্ত্রী সুলেখার চরিত্রে রয়েছে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। দু’জনের বিশাল পোস্টার দেখে মুগ্ধ হয়ে যান কৌশিক। ফেসবুকে ছবি পোস্ট করে লেখেন, “নবীনা সিনেমা হলের বাইরে ‘কথামৃত’। হিরোদের এরম বিরাট ছবি থাকে এখানে এতদিন তাই দেখে এসেছি। এখানে তো আমি আর অপরাজিতা! হলের সামনে দিয়ে যেতে বেশ ইয়েই লাগবে।”
[আরও পড়ুন: ‘শারীরিক সম্পর্ক অত্যন্ত জরুরি’, নাতনি বিয়ের আগে মা হলেও আপত্তি নেই জয়া বচ্চনের]
উল্লেখ্য, জিৎ চক্রবর্তীর পরিচালনায় ‘কথামৃত’ ছবিতে অভিনয় করেছেন কৌশিক ও অপরাজিতা। ছবির কাহিনি অনুযায়ী বেশি বয়সে বিয়ে হয় সনাতন ও সুলেখার। সংসারে খুটিনাটি লেগেই থাকে। এমন পরিস্থিতিতেই নয়া মোড় নেয় গল্প। আচমকা কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে সনাতন। তারপর সুলেখা হয়ে ওঠে তার আশ্রয়। স্বামীর ইচ্ছে-অনিচ্ছে প্রকাশ করার দায়িত্ব সুলেখার উপরই বর্তায়। নতুনভাবে নিজেদের সম্পর্ককে দেখতে শেখে তাঁরা।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আগেও কাজ করেছেন অপরাজিতা। অভিনেতা এবং পরিচালক দুই রূপেই তাঁকে দেখেছেন। অভিনেত্রীর কথায়, “কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা একটা বিরাট ব্যাপার। কারণ উনি যতটা ভাল এবং দক্ষ পরিচালক তার থেকেও ভাল অভিনেতা। একটা আরেকটাকে কীভাবে কম্পেনসেট করে আমি জানি না। সুতরাং এটা একটা অসাধারণ অভিজ্ঞতা।” ১৮ নভেম্বর মুক্তি পাবে জালান প্রোডাকশনস প্রযোজিত ছবিটি। শনিবার প্রকাশ্যে এসেছে নতুন গান, “থেকেছি ভাবে আড়িতে…”