shono
Advertisement

জমকালো অনুষ্ঠানে শুরু WPL, পারফর্ম করলেন কিয়ারা-কৃতী-ধিল্লোঁ

অনুষ্ঠানের সূচনা করলেন মন্দিরা বেদী।
Posted: 07:59 PM Mar 04, 2023Updated: 07:59 PM Mar 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানের হাত ধরে সূচনা হল ইতিহাসের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু মহিলা প্রিমিয়ার লিগ (Women’s Premier League) প্রথম মরশুম। স্টেজে পারফর্ম করলেন কিয়ারা আডবাণী, কৃতী স্যানন ও এ পি ধিল্লোঁ। আর অনুষ্ঠানের সূচনা করলেন মন্দিরা বেদী।

Advertisement

উইমেন’স প্রিমিয়ার লিগের জন্য সেজে উঠেছিল নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। বিকেল থেকেই খুলে দেওয়া হয়েছিল গেট। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ অনুষ্ঠানের সূচনা করেন মন্দিরা বেদী (Mandira Bedi)। তাঁর পরই মঞ্চের দখল নেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। গোলাপি ড্রেস পরে নাচেন সদ্য বিবাহিতা অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘ধর্মকে মহিমান্বিত করছে…”, বিরাট-অনুষ্কার মহাকাল মন্দির দর্শনে উচ্ছ্বসিত কঙ্গনা]

কিয়ারার পর মঞ্চে ওঠেন কৃতী স্যানন (Kriti Sanon)। ‘কোকা কোলা’, ‘ঠুমকেশ্বরী’র মতো গানের পাশাপাশি ‘চাক দে ইন্ডিয়া’র গানেও পারফর্ম করেন তিনি।

কিয়ারা ও কৃতীর পর মঞ্চ মাতান পপস্টার এ পি ধিল্লোঁ (AP Dillon)। ‘ব্রাউন মুণ্ডে’-সহ নিজের একাধিক হিট গান দর্শকদের সামনে পরিবেশ করেন তিনি। সবশেষে তিন তারকা মিলে একসঙ্গে পারফর্ম করেন। তারপর ট্রফি উন্মোচন করা হয়।

উল্লেখ্য, ডব্লিউপিএলের প্রথম মরশুমে অংশ নিয়েছে মোট পাঁচটি দল। নিলামে মোটা অঙ্কে ক্রিকেটারদের কিনে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। আজ থেকে সেই তারকাদেরই ২২ গজের পরীক্ষা শুরু। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে শনিবার সকালে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়, সন্ধে ৭.৩০টা নয়, ৩০ মিনিট পর অর্থাৎ ৮টায় শুরু হবে হরমনপ্রীতদের ম্যাচ। ৭.৩০টায় হবে টস।

[আরও পড়ুন: ‘খুব বড় অ্যাটাক ছিল…’, হৃদরোগে আক্রান্ত হওয়ার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন সুস্মিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement