shono
Advertisement

সুশান্তের আত্মহত্যা ও স্বজনপোষণ নিয়ে বিতর্কের জের, বন্ধের মুখে ‘কফি উইথ করণ’?

সুশান্তের মৃত্যুর পর 'কফি উইথ করণ'-এর কয়েকটি এপিসোড নিয়ে সমালোচনা শুরু হয় নেটদুনিয়ায়। The post সুশান্তের আত্মহত্যা ও স্বজনপোষণ নিয়ে বিতর্কের জের, বন্ধের মুখে ‘কফি উইথ করণ’? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:11 PM Jun 24, 2020Updated: 05:13 PM Jun 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি বিতর্ক জন্ম দিয়েছে। নেপোটিজম থেকে শুরু করে হুমকি দেওয়া, এমন অনেক বিষয়ই উঠে আসছে। করণ জোহর, আলিয়া ভাট, সোনম কাপুর, করিনা কাপুরদের উপর বেশ ক্ষুব্ধ নেটিজেনরা। তাদের পুরনো ভিডিও এখন ভাইরাল। বিশেষত ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোড নিয়ে তো নেটিজেনরা করণ জোহরকে সমালোচনায় বিদ্ধ করছে। তাই এখন ‘কফি উইথ করণ’ (Koffee With Karan)-এর নতুন এপিসোড আসবে না বলে সূত্রের খবর।

Advertisement

জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর যে বিতর্ক তৈরি হয়েছে, তার জন্যই চ্যানেল ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মরশুমের শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ চ্যানেল কর্তৃপক্ষের মনে হয়েছে, নতুন মরশুম শুরু হলে তা দর্শকরা তা ভাল চোখে দেখবেন না। এমনকী সোশ্যাল মিডিয়াতেও প্রবল সমালোচনা হতে পারে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় অভিনেতা শোয়ের জন্য শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে নতুন করে শুটিং শুরু করতে চাইছে না চ্যানেল। যদিও চ্যানেলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

[ আরও পড়ুন: ‘বলিউডে নেপোটিজম নতুন নয়!’, স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন ]

অতীতে ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডের প্রসঙ্গ তুলে দুই তারকাকে তুলোধোনা করেন নেটিজেনরা। বলেন, ‘কফি উইথ করণ’-এর সেই এপিসোডে করণ জোহর আলিয়াকে রণবীর কাপুর, রণবীর সিং আর সুশান্ত সিং রাজপুতের নাম নিয়ে প্রথম থেকে তৃতীয় পর্যন্ত সাজাতে বলেছিলেন। আলিয়া অবশ্যই সুশান্তকে তৃতীয় স্থানে রাখতে পারতেন। কিন্তু অভিনেত্রী উত্তর দিয়েছিলেন, ‘সুশান্ত সিং রাজপুত? সে কে?’ এখানেই শেষ নয়। করণ জোহর আলিয়াকে এই প্রশ্নও করেছিলেন এই তিনজনের মধ্যে থেকে কাকে তিনি ডেট করতে চান, কাকে বিয়ে করতে চান আর কাকে খুন করতে চান। আলিয়া বলেছিলেন, রণবীর কাপুরকে বিয়ে, রণবীর সিংয়ের সঙ্গে ডেট করতে চান তিনি। আর খুন করতে চান সুশান্তকে। একইভাবে সোনম কাপুরও একাধিকবার সুশান্তকে নিয়ে মশকরা করেন। এই তিন জনের পুরনো সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

[ আরও পড়ুন: ‘সুশান্ত ছিলেন বলেই অভিনয় শিখতে পেরেছি’, ভাইরাল সারা আলি খানের পুরনো ভিডিও ]

The post সুশান্তের আত্মহত্যা ও স্বজনপোষণ নিয়ে বিতর্কের জের, বন্ধের মুখে ‘কফি উইথ করণ’? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার