shono
Advertisement

‘মিঠাই’য়ের খোলস ছেড়েই উষ্ণ মেজাজে সৌমিতৃষা, ‘কেন তুমি এত হট?’, প্রশ্ন নেটিজেনদের

অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ছবিগুলি।
Posted: 08:42 PM Jul 18, 2023Updated: 08:44 PM Jul 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সফর শেষ, আরেক সফর শুরু। ছোটপর্দার যাত্রা শেষ হতেই ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) বড়পর্দার অভিযান শুরু। দেবের ‘প্রধান’ ছবিতে দেখা যাবে তাঁকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ বোল্ড মেজাজেই রয়েছেন অভিনেত্রী।

Advertisement

বিন্দাস ফটোশুট করেছিলেন সৌমিতৃষা। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই কমেন্টের বন্যা বয়ে যায়।  একজন লেখেন, “কেন তুমি এত হট?”, আরেকজন আবার লেখেন, ” সৌমিতৃষা সবার আগে তুমি… সত্যিই রানি.. তোমার সুন্দর মন আর পেশাদারিত্বের জন্য তোমায় সবাই ভালবাসে।”

[আরও পড়ুন: হাত স্তনে, মুখে টমেটো, উরফি নয়া ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া]

নীল সাহার স্টাইলে সেজেছেন সৌমিতৃষা। অভিনেত্রীর মেকআপ করেছেন ভাস্কর বিশ্বাস। ছবিগুলি তুলেছেন সায়ন্তন দত্ত। দেখে মনে হচ্ছে এবার বড়পর্দার জন্যই নিজেকে তৈরি করছেন সৌমিতৃষা। তাতেই উষ্ণ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। 

প্রসঙ্গত, আগস্ট মাসে ‘প্রধান’ সিনেমার শুটিং শুরু।  এর আগে সংবাদ প্রতিদিনের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই দেবের সিনেমা দেখেছেন। আঁচল উঁড়িয়ে শুটিংয়ের দৃশ্যে তিনিও স্বপ্ন দেখতেন একদিন এভাবেই সিনেমায় কাজ করবেন। সেই স্বপ্ন এতদিনে পূরণ হল। “এটুকু বলতে পারি, আশাহত করব না”, বলছিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: আগাম বুকিংয়ে চমক, ভারতে প্রায় ২৫০০ টাকায় বিক্রি হল ‘ওপেনহাইমার’ ছবির টিকিট!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement