shono
Advertisement
Nilanjana Sharma

'জীবনে পিছনে ফিরে তাকাতে নেই', মা অঞ্জনা ভৌমিকের বাৎসরিক কাজ সেরে আবেগঘন নীলাঞ্জনা

একা হাতেই মা অঞ্জনা ভৌমিকের বাৎসরিক কাজের আয়োজন সেরেছেন নীলাঞ্জনা।
Published By: Sandipta BhanjaPosted: 06:37 PM Feb 05, 2025Updated: 06:40 PM Feb 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মা অঞ্জনা ভৌমিক। তার পর থেকে নীলাঞ্জনার (Nilanjana Sharma) জীবনে বহু ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর দু দশকের দাম্পত্য ভাঙার খবরে তোলপাড় হয়ে গিয়েছে বিনোদুনিয়া। দুই মেয়ে সারা, জারাকে আঁকড়ে ধরে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শেষ দিনে সেটে এসে 'বস লেডি' হিসেবে ধরা দিয়েছেন। তবুও ব্যক্তিগত জীবনের শূন্যতা কি আর এত সহজে কাটে? বুধবার মায়ের বাৎসরিক কাজ সেরে আবেগপ্রবণ হয়ে পড়লেন নীলাঞ্জনা শর্মা।

Advertisement

বুধবার মায়ের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। প্রযোজক তথা একসময়কার অভিনেত্রী সোশাল মিডিয়ায় কাজের একাধিক ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল, মায়ের ছবির দিকে চেয়ে শূন্য মনে বসে রয়েছেন তিনি। পরনে সাদা লাল পাড় শাড়ি। মা অঞ্জনা ভৌমিকের থেকেই জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করার পাঠ পেয়েছেন তিনি। আর এখন প্রতিটা পদে পদে মায়ের অনুপস্থিতি অনুভব করেন নীলাঞ্জনা। কাজ সেরে তিনি জানালেন, "সময়ের সঙ্গে বাস্তবটাকে বোঝার চেষ্টা আমিও করেছি। তবে আজ শূন্যতা মনকে আরও বেশি করে নাড়া দিচ্ছে। মায়ের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। এরকম দিনগুলোতে আরও বেশি করে বুঝতে পারি, আমি কতটা একা। সহানুভূতি তো অনেকেই জানান, তবে নিজের লড়াই তো নিজেকেই লড়তে হবে।"

স্মৃতির সরণিতে ফিরে গিয়ে সংবাদমাধ্যমের কাছে নীলাঞ্জনার মন্তব্য, "মায়ের কাছ থেকেই শেখা জীবনে কখনও পিছনে ফিরে তাকাতে নেই। জীবনের কোনও কঠিন সময় এলে এখনও মাকেই মিস করি। মা চলে যাওয়ার পর ব্যক্তিগতজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অঞ্জনা ভৌমিকের মেয়ে না হলে হয়তো পারতাম না।" দুই মেয়ে সারা এবং জারার জন্মের সময়ে মা অঞ্জনা ভৌমিককে সবসময়ে পাশে পেয়েছেন নীলাঞ্জনা। আবেগপ্রবণ হয়ে সেকথাও শেয়ার করলেন তিনি। সারা বর্তমানে কর্মসূত্রে মুম্বইতে আর ছোটমেয়ে জারার পরীক্ষা চলছে। তাই একা হাতেই বাৎসরিক কাজের সমস্ত আয়োজন সামলেছেন নীলাঞ্জনা। তবে পাশে পেয়েছেন মাসি, মামী এবং তুতো দাদা-বউদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement