সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত এক বছরে কখনও নিখিল জৈনকে (Nikhil Jain) নিয়ে, কখনও যশ দাশগুপ্তকে টেনে যেভাবে বার বার বিতর্কের ঝড় তুলেছেন নুসরত, তা সবারই জানা। তার উপর নুসরতের সন্তানের জন্ম! সে তো একটা বড় পর্ব অভিনেত্রীর জীবনে। কিন্তু বার বার বিতর্কে জড়িয়েও এনিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি নুসরতকে। বরং সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়া নানা কু-মন্তব্যকে এড়িয়েই গিয়েছেন তিনি। তবে এবার আর নয়, নুসরত নিজেই মুখ খুললেন। ইউটিউবে নুসরত তাঁর শো ‘ইশক উইথ নুসরত’ শোয়ে এবার নিজেই বসলেন অতিথির আসনে। উত্তর দিলেন অনুরাগীদের নানা প্রশ্নের। আর সে উত্তর একেবারেই বোল্ড!
এই শোয়ের শুরুতেই নুসরত স্পষ্ট নেটিজেনদের জানিয়ে দেন, তিনি কিছু বললেই, কিছু করলেই ভাইরাল। এমনকী, ব্যঙ্গ করে নুসরত জানালেন, তিনি আজকাল জ্বরের থেকেও বেশি ভাইরাল। খুব সহজেই তাঁকে নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। এক অনুরাগী নুসরতকে প্রশ্ন করেন, এ বছরে আপনার সবচেয়ে বোল্ড পদক্ষেপ কী? নুসরত স্পষ্ট জানান, ‘আমার সব পদক্ষেপকেই বোল্ড বলা হয়। তবে আমার কাছে সবক’টাই স্বাভাবিক সিদ্ধান্ত। মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া, বাচ্চার বাবা কে তা জানানো এগুলো বোল্ড নয়। বরং মা হওয়ার জার্নিটা ছিল বোল্ড। এই জার্নিতে শরীর ও মনের যেরকম পরিবর্তন ঘটেছিল, তা মেনে নেওয়াটাই ছিল বোল্ড পদক্ষেপ।’
[আরও পড়ুন: রাধা সেজে অশ্লীল নাচ! সানি লিয়নের নতুন গানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ]
মাতৃত্ব নিয়ে বরাবরই নুসরতের কোনও ভণিতা নেই। নিন্দুকদের মুখে ছাই দিয়ে অন্তঃসত্ত্বার সময় কোনও লুকোছাপা করতে দেখা যায়নি নুসরতকে। বেবিবাম্প নিয়ে বার বার প্রকাশ্যেও এসেছেন তিনি। সেই সব বিতর্কের জবাবই নুসরত এবার দিলেন নিজের শোয়ে। এক অনুরাগী নুসরতের প্রাইভেসি নিয়ে প্রশ্ন করায়, নুসরত স্পষ্ট জানান, ‘একমাত্র বাথরুমেই প্রাইভেসি পাই আমি!’
ইতিমধ্য়েই জনপ্রিয় হয়েছে ‘ইশক উইথ নুসরত’। বিধায়ক মদন মিত্র, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীরা অতিথি হিসেবে এসে সোজাসাপটা উত্তর দিয়েছেন নুসরতের ধারাল প্রশ্নের। আর এবার অনুরাগীদের চোখা প্রশ্নের উত্তরে ছক্কা হাঁকালেন নুসরত।