shono
Advertisement

খুন নাকি অভিশাপ? ‘শ্বেতকালী’ট্রেলারে রহস্য সমাধান করতে মরিয়া ঐন্দ্রিলা-সাহেব-সৌরভ

কোথায় কবে দেখা যাবে নতুন ওই ওয়েব সিরিজ?
Posted: 06:28 PM Feb 12, 2023Updated: 06:28 PM Feb 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ওয়েব সিরিজ ‘শিকারপুর’-এর জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন অঙ্কুশ। এবার ঐন্দ্রিলার পালা। Zee5 প্ল্যাটফর্মের ‘শ্বেতকালী’ (Shwetkali) সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী। এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। রবিবার প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।

Advertisement

বইমেলায় ‘শ্বেতকালী’র ট্রেলার প্রকাশ করা হয়। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। দু’মিনিটের ভিডিওর পরতে পরতে রয়েছে রহস্য। লৌকিক, অলৌকিক, লোভ, বিশ্বাস, অন্ধবিশ্বাসকে হাতিয়ার করেই গল্প সাজিয়েছেন পরিচালক সানি ঘোষ রায়। ট্রেলারের শুরুতে ১৮৭২ সালের কাহিনির ঝলক দেখানো হয়েছে। তার সূত্র ধরেই বর্তমান পরিস্থিতি পরিবর্তিত হয়েছে।

[আরও পড়ুন: নকল টাকার জোরেই ওয়েব দুনিয়ার নতুন ‘ডন’ শাহিদ কাপুর! পড়ুন ‘ফরজি’ সিরিজের রিভিউ]

পুরনো সময়ের কাহিনিতে দেখা গিয়েছে ঋষি কৌশিককে। আর নতুন সময়ে মুখ্য চরিত্র হিসেবে ঐন্দ্রিলার (Oindrila Sen) পাশাপাশি রয়েছেন সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee) এবং সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। জুয়েলারি টাইকুন মহীতোষ চট্টোপাধ্যায়ের ছেলে জঙ্গলের মাঝে হোটেল তৈরির বাসনা নিয়ে হাজির হয় পৈতৃক বাড়িতে। সেখানেই উদ্ধার হয় শ্বেতকালীর মূর্তি। আর ঘটতে থাকে একের পর এক ঘটনা।

অতীতেই লুকিয়ে রয়েছে বর্তমানের রহস্যের সমাধান। তা কি ঐন্দ্রিলা-সাহেব-সৌরভরা উদ্ধার করতে পারবে? প্রশ্নের উত্তর জানা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি। সেদিন থেকেই Zee5 ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘শ্বেতকালী’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

[আরও পড়ুন: বিয়ে কেন হচ্ছে না? অঙ্কুশ-ঐন্দ্রিলার কাছে এবার জবাব চাইলেন প্রসেনজিৎ, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement