সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটল বিহারী বাজপেয়ীর লেখা কবিতা প্রশংসিত দেশের সাহিত্যদুনিয়ায়। এবার ‘গীতিকার’ হিসেবে আত্মপ্রকাশ করলেন স্বয়ং নরেন্দ্র মোদি। তাঁর লেখা গানেই নবরাত্রি উদযাপনের সূচনা হল গুজরাতে। নবরাত্রির (Navratri 2023) পয়লা দিনেই সেই গান প্রকাশ্যে নিয়ে এলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
শনিবারই ‘গীতিকার’ মোদির হয়ে গলা ফাটিয়েছিলেন কঙ্গনা রানাউত। লেখক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর প্রসঙ্গ উল্লেখ করে নরেন্দ্র মোদি তথা বিজেপির প্রধানমন্ত্রীদের প্রশংসাও করেন অভিনেত্রী। রবিবার নবরাত্রির গরবা গান ‘মাদি’ (Navratri anthem Maadi) প্রকাশ্যে নিয়ে এলেন মোদি।
প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবার প্রধানমন্ত্রী মোদিও আত্মপ্রকাশ করলেন গীতিকার হিসেবে। মমতার লেখা দু-দুটো গান জনপ্রিয় ধারাবাহিকের টাইটেল সং। টেলিদুনিয়ায় এমন অবদানের জন্য সম্প্রতি টেলিসম্মান পুরস্কারে ভূষিত হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নরেন্দ্র মোদিকেও দেখা গেল ‘গীতিকার’-এর ভূমিকায়। সম্প্রতি প্রধানমন্ত্রী জানান, “আমি অনেক বছর আগে এই গানটি লিখেছিলাম। এই গান আমার অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে দিল।”
[আরও পড়ুন: ‘নারী সীতা, প্রয়োজনে দুর্গাও’, দেবীপক্ষে প্রকাশ্যে দীপিকার রণংদেহি ‘লেডি সিংহম’ অবতার]
রবিবার সকালবেলা নিজের লেখা প্রথম গরবা গান ‘মাদি’ প্রকাশ্যে নিয়ে এলেন মোদি। সম্প্রতি সেই গান নিয়েই ভিডিয়োটি তৈরি করেছেন তানিষ্ক বাগচী। গানটি গেয়েছেন ধ্বনি ভানুশালী। মূলত পপ গান গেয়েই খ্যাতি কুড়িয়েছেন এই গায়িকা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভাস্তে গানটির হাত ধরে তিনি জনপ্রিয় হন। আর এবার নাদিম শাহের নির্দেশনায় এই মিউজিক ভিডিওতেও কাজ করলেন তিনি।