সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবহাওয়া খারাপ ছিল। সেই কারণে মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকায় প্রায় ভেঙেই পড়েছিল তাঁর ব্যক্তিগত বিমানটি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সানি লিওন, তাঁর স্বামী ও বেশ কয়েকজন বন্ধু। ঘটনার পর টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ভিডিও-তে সানি লিওন বলেন, ‘আমরা যে বেঁচে আছি। তারজন্য ভগবানকে ধন্যবাদ। খারাপ আবহাওয়ার জন্য আমাদের প্লেন প্রায় ভেঙে পড়ে যাচ্ছিল। ভগবানকে ধন্যবাদ। এখন বাড়ি ফিরছি।’
Thank the lord we are all alive! Our private plane almost crashed through bad weather. Counting our stars and driving home! Thank you God! pic.twitter.com/9jhTQ1arHX
— Sunny Leone (@SunnyLeone) 31 May 2017
এর আগে বুধবার সকালেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান শাহরুখ খানও। মুম্বইয়ের ফিল্ম স্টুডিও একটি ছবির শুটিং চলাকালীন আচমকাই ভেঙে পড়ে ছাদ। সেসময়ে সেটেই উপস্থিত ছিলেন কিং খান। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
[প্রকাশ্যে সাংবাদিককে জোর করে চুমু, বিপাকে টেনিস খেলোয়াড়]
The post শাহরুখের পর এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন সানি লিওন appeared first on Sangbad Pratidin.
