shono
Advertisement

শাশুড়ি নীতুর প্রার্থনায় ইচ্ছেপূরণ! ‘জামাল কুদু’ নেচে ফিল্মফেয়ারে আসর মাত রণবীর-আলিয়ার

ফিল্মফেয়ারের মঞ্চে ২০১৯ সালের পুনারাবৃত্তি রণবীর-আলিয়ার।
Posted: 11:34 AM Jan 29, 2024Updated: 03:25 PM Jan 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের পুনরাবৃত্তি ২০২৪ সালের ফিল্মফেয়ারের মঞ্চে (Filmfare Award 2024)। শাশুড়ি নীতু কাপুর একমনে প্রার্থনা করেছিলেন, যাতে এবছরও জোড়া ফিল্মফেয়ার আসে ঘরে। রবিবাসরীয় সন্ধের মজলিশে সেই ইচ্ছেই পূরণ করলেন রণবীর-আলিয়া (Ranbir-Alia)। ৬ বছর আগে সঞ্জু সিনেমায় সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন রণবীর কাপুর। সেবছরই মেঘনা গুলজার পরিচালিত রাজি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন আলিয়া ভাট। এবার ৬৯তম ফিল্মফেয়ারের মঞ্চে সেরার সেরা খেতাব জিতে নিলেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor, Alia Bhatt)।

Advertisement

রবিবার রাতে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী পুরস্কার যখন ছেলে-বউমার হাতে, তখন সোশাল মিডিয়ার পোস্টে শুভেচ্ছাবার্তা জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন নীতু কাপুর (Neetu Kapoor)। রবিবাসরীয় সন্ধেয় সমস্ত লাইমলাইট যেন রণবীর-আলিয়ার দিকেই ছিল। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল সকলকে হারিয়ে সেরার পুরস্কার জিতে নিয়েছেন তারকাদম্পতি।

[আরও পড়ুন: ফিল্ম ফেয়ারে সেরা রণবীর-আলিয়া, শাহরুখ-দীপিকাদেরও টেক্কা! রাহাই ঘোরালো ভাগ্যচক্র?]

মাথায় গ্লাস নিয়ে রণবীর কাপুরের সঙ্গে ‘জামাল কুদু’ গানে নেচে আসর মাতালেন আলিয়া ভাট। সেই নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়। অ্যানিম্যাল সিনেমার সেই গান ফিল্মফেয়ার পুরস্কার না জিতলেও আট থেকে আশির মনে জায়গা করে নিয়েছে অনেক আগেই। রিলিজের পর থেকেই সেই গানে বুঁদ আমজনতা। এবার ফিল্মফেয়ারের আসরেও রণবীর-আলিয়ার ‘জামাল কুদু’ নাচ (Jamal Kudu)। দুষ্টু মিষ্টি এই মুহূর্ত মন কেড়েছে অনুরাগীদের।

বছর ছয়েক আগের কথা। তখন তাঁরা ছিলেন প্রেমের সম্পর্কে ছিলেন। তবে এখন তাঁরা তারকাদম্পতি। রাহার মা-বাবা। তেইশ সাল দুই তারকার ফিল্মি কেরিয়ারেই মাইলস্টোন। বছরের প্রথমার্ধেই রকি অউর রানি কি প্রেমকাহানি ছবির সুবাদে সাড়া ফেলে দিয়েছিলেন আলিয়া। আর শেষপাতে ডিসেম্বর মাসে অ্যানিম্যাল ছবির সুবাদে বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছেন রণবীর কাপুর। কাপুরনন্দনের ফিল্মি কেরিয়ারে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা সিনেমা অ্যানিম্যাল। আর এই দুই ছবির জন্যই ফিল্মফেয়ারের মঞ্চে ডবল ধামারা রণবীর-আলিয়ার।

[আরও পড়ুন: ১০০ কোটির ক্লাবে হৃতিক-দীপিকার ‘ফাইটার’! ৪ দিনে বক্স অফিসে মোট কত অঙ্কের ব্যবসা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement