সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শামশেরা’ বক্স অফিসে ব্যর্থ হলেও ‘ব্রহ্মাস্ত্র’ হিট। এদিকে আবার মেয়ের বাবা হয়েছেন। সময়টা ভালই যাচ্ছিল রণবীর কাপুরের (Ranbir Kapoor)। একটি মন্তব্যের জেরে আচমকা বিতর্কের সৃষ্টি হল। পাকিস্তানি সিনেমায় অভিনয় করতে কোনও আপত্তি নেই তাঁর। এমনটাই জানিয়েছিলেন রণবীর। তাতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় সৌদি আরবেন জেদ্দাহর রেড সি ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে (Red Sea International Film Festival)। সেখানেই অতিথি হিসেবে গিয়েছিলেন রণবীর। নিজের ১৫ বছরের বলিউড কেরিয়ার নিয়ে কথা বলেন তারকা। আচমকা এক পাকিস্তানি সাংবাদিক রণবীরের কাছে জানতে চান তিনি পাক ছবিতে অভিনয় করতে চান কিনা। তাঁর প্রশ্নের উত্তরেই জুনিয়র আর কে জানান, পাকিস্তানি ছবিতে অভিনয় করতে কোনও আপত্তি নেই তাঁর।
[আরও পড়ুন: বিয়াল্লিশেও বোল্ড, স্বস্তিকার শরীরী ভাঁজে শীতেও উষ্ণতা ছড়াল নেটদুনিয়ায়, দেখুন ভিডিও]
অনুষ্ঠানে রণবীর বলেন, “আমার মনে হয় শিল্প এবং শিল্পীর কাজের মাঝে কোনও কাঁটাতারের বেড়াজাল থাকতে পারে না।” ফাওয়াদ খান অভিনীত ‘দ্য লেজেন্ড অফ মওলা জট’ সিনেমাটি পাক মুলুকে বিপুল সাফল্য পেয়েছে। এর জন্য পাক ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনন্দনও জানান রণবীর। তারপর বলেন, “অবশ্যই পাকিস্তানি সিনেমায় কাজ করতে চাইব।”
রণবীরের এমন মন্তব্যেই ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। “আলিয়া আর রণবীর দু’জনেরই পাকিস্তানে চলে যাওয়া উচিত। সেখানে সুখে গরুর মাংস খেতে পারবে আর পাকিস্তানি ছবিতেও অভিনয় করতে পারবে”, এমন মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন আবার অভিনেতাকে মহেশ ভাটের ‘যোগ্য জামাই’ বলে কটাক্ষ করেছেন।
এ বিষয়ে এখনও পর্যন্ত রণবীরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিনেতা এখন মেয়ে রাহাকে সামলাতে ব্যস্ত। এদিকে আবার ফুটবলপ্রেমী রণবীর। তাই ফুটবল বিশ্বকাপের খেলাও নাকি মিস করছেন না তিনি। লাভ রঞ্জনের নতুন সিনেমায় শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।