shono
Advertisement

বক্স অফিসের রাজা! ‘অ্যানিম্যাল’ বিতর্ককে ফুৎকারে উড়িয়ে সমালোচকদের একহাত নিলেন রণবীর

‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝড় তুললেও এই ছবি নিয়ে চর্চার অন্ত নেই।
Posted: 05:03 PM Jan 11, 2024Updated: 05:03 PM Jan 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর রেকর্ড ব্যবসা। ২০২৩ সালের সেরা ছবির মধ্যে অন্যতম রণবীরের এই ছবি। তবে ব্যবসা করলেও, এই ছবি ঘিরে বিতর্ক প্রচুর। সমালোচকদের একাংশের মতে সমাজকে ভুল বার্তা দেয় ‘অ্যানিম্যাল’। এমনকী, রণবীরের এই ছবিকে বিপদজনক আখ্যা দিয়েছেন জাভেদ আখতার। আর এবার ‘অ্যানিম্যাল’ বিতর্ক নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল ‘অ্যানিম্যাল’ ছবির সাকসেস পার্টি। যেখানে হাজির ছিলেন ছবির সঙ্গে জড়িত কলাকুশলীরা। উপস্থিত ছিলেন আলিয়া, নীতু সিং, মহেশ ভাটের মতো ব্যক্তিত্বরাও। সেখানেই সাংবাদিকদের রণবীর জানালেন, ”আমি সকলের কাছে কৃতজ্ঞ ‘অ্যানিম্যাল’ ছবিকে এতটা সফল করার জন্য। তবে কিছু সংখ্যক দর্শকের সমস্যা রয়েছে ছবিটা নিয়ে। তবে ছবির ব্যাবসায়িক সাফল্য দেখে আমার মনে হয়েছে সিনেমার প্রতি ভালোবাসাই আসল কথা। বিতর্ক ভালোবাসাকে কমাতে পারেনি।”

[আরও পড়ুন: মালদ্বীপে গিয়ে ‘মুখ পুড়তেই’ বড় পদক্ষেপ বিপাশা বসুর! দেশের অপমানে কী করলেন অভিনেত্রী?]

পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝড় তুললেও এই ছবি নিয়ে চর্চার অন্ত নেই। তবে নিন্দে-সমালোচনা যতই হোক, ক্যাশবাক্স কিন্তু উপচে পড়ছে! শুধু তাই নয়, রিলিজের মাত্র পনেরো দিনেই ২০২৩ সালের পাঁচ বড় ব্লকবাস্টার সিনেমার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবি। তাতে কি, সিনেমার বেশ কিছু বিতর্কিত দৃশ্য নিয়ে দর্শকদের একাংশের ক্ষোভ কিন্তু এখনও ছাই চাপা আগুনের মতোই হয়ে রয়েছে। জাভেদ আখতার বনাম ‘অ্যানিম্যাল’ নির্মাতাদের বাকবিতণ্ডার প্রেক্ষিতে নেটপাড়ার প্রতিক্রিয়া কিন্তু আবারও সেদিকেই ইঙ্গিত করল।

[আরও পড়ুন: ‘পুলিশের মার খেয়ে জেলে ঢুকেছি, রাজনীতি করতে চাই না’, বিস্ফোরক পঙ্কজ ত্রিপাঠী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement