সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তানিষ্কের (Tanishq) বিজ্ঞাপন নিয়ে সরগরম গোটা দেশ। হিন্দুত্ববাদীদের রোষের শিকার বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থা। এ তো নয় গেল রিল লাইফের কথা। তবে এবার তানিষ্কের ‘বিতর্কিত’ বিজ্ঞাপনের বাস্তবায়ন। রাসিকা আগাসে সম্প্রতি তাঁর সাধভক্ষণের ছবি পোস্ট করেন। এমন সাধভক্ষণে বেজায় খুশি বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রী-পরিচালক রাসিকা আগাসে (Rasika Agashe) অভিনেতা মহম্মদ জিশান আয়ুবকে বিয়ে করেন। তিনি সন্তানসম্ভবা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে, আয়ুবের পাশে বসে রয়েছেন রাসিকা। চলছে তাঁর সাধভক্ষণের অনুষ্ঠান। জিশানের পরিজনেরাই হিন্দু ধর্মাবলম্বী পুত্রবধূর জন্য এমন আয়োজন করেছেন। তানিষ্কের বিজ্ঞাপনের প্রকৃত বাস্তবায়নই বোধহয় বলা যায় একে। দুই পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাসিকা। সঙ্গে লেখেন, “ভাবলাম সাধভক্ষণের ছবি শেয়ার করি। আর লাভ জিহাদ নিয়ে চিৎকারের আগে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট সম্পর্কে একটু জেনে নিন।”
[আরও পড়ুন: সুশান্ত মামলার তদন্ত শেষ! শীঘ্রই আদালতে রিপোর্ট জমা দিতে পারে সিবিআই]
ভারতের ঐতিহ্য ধর্মনিরপেক্ষতা। ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ কথাটিকে সম্বল করেই যুগের পর যুগ কেটে গিয়েছে। অথচ বর্তমান যুগে দাঁড়িয়েও মুসলমান পরিবারের হিন্দু রীতিনীতি মেনে পুত্রবধূর সাধভক্ষণের অনুষ্ঠান বিজ্ঞাপনের মাধ্যমে ফুটিয়ে তোলায় রোষের শিকার হতে হয়েছে তানিষ্ককে। লাভ জিহাদকে উসকানি দেওয়া হচ্ছে বলেই উঠেছে অভিযোগ। বাধ্য হয়ে বিজ্ঞাপনটিও সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও শোরুমে হামলা, হুমকি ফোনে জেরবার গয়না প্রস্তুতকারক সংস্থা। নেটদুনিয়ায় তানিষ্ককে বয়কটের দাবিও উঠেছে। তানিষ্কের শেয়ার সূচকেও পতন হয়েছে। এই পরিস্থিতিতে রাসিকার পোস্ট আদতে বিজ্ঞাপন বিরোধীদের গালে সপাটে চড় ছাড়া যে কিছুই নয়, তা বলাই বাহুল্য।