shono
Advertisement

Breaking News

দার্জিলিঙে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সারলেন রূপাঞ্জনা মিত্র, পাত্র কে?

কাজের ফাঁকেই বাগদান পর্ব সেরে ফেললেন রূপাঞ্জনা।
Posted: 09:33 AM Feb 24, 2023Updated: 01:33 PM Feb 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুক করে বাগদান সেরে ফেললেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দার্জিলিঙে শুটিংয়ের কাজের ফাঁকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রাতুল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল করে ফেললেন রূপঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে রূপাঞ্জনা লিখলেন, ‘ সত্যিকারের ভালবাসার গল্প কখনই শেষ হয় না। আংটি বদল ঘল। আমরা এনগেজড!’

Advertisement

রূপাঞ্জনা (Rupanjana Mitra) আপাতত ব্যস্ত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে। এই ধারাবাহিকের শুটিংয়েই গোটা টিম এখন রয়েছে পাহাড়ে। সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিক এবং ছেলে। কাজের ফাঁকেই বাগদান পর্ব সেরে ফেললেন রূপাঞ্জনা।

[আরও পড়ুন: ‘এদেশই আমার কাছে সব!’ কানাডার নাগরিকত্ব ফেরাতে চলেছেন অক্ষয় কুমার ]

রূপাঞ্জনা সিঙ্গেল মাদার। তিনি ২০১৭ সাল থেকে তাঁর সন্তানকে নিয়ে আলাদা থাকেন। এরপরই রাতুলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। কিন্তু সে কথা কখনও গোপন রাখেননি অভিনেত্রী। বরং হামেশাই জানিয়েছেন এই বয়সের কারণেই তাঁদের সম্পর্ক এতটা পরিণত। আর এবার সেই সম্পর্ককেই নতুন দিশা দিলেন রাতুল ও রূপাঞ্জনা।

[আরও পড়ুন: ‘খুব খারাপ দেখতে, ভাগ্যিস প্লাসটিক সার্জারি করেছেন!’, অনুষ্কা শর্মাকে খোঁচা কমল আর খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement