সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা মানে তো বিশ্ব। যে মায়ের কোলে সব ক্লান্তি দূর হয়ে যায়। যে মায়ের একটু ছোঁয়ায় নির্মল আনন্দ। সেই মা-ই যদি হঠাৎ চলে যান হাজার আলোকবর্ষ দূরে! শূন্যতা নেমে আসে জগৎ সংসারে। হ্যাঁ, অভিনেত্রী তথা তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষের দিনকাল এখন এমনই শূন্য। সোমবারই তিনি মাকে হারিয়েছেন। একবুক শূন্যতা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন, মায়ের কোলে হারিয়ে যাওয়ার এক ছবি। ক্যাপশনে তুলে ধরলেন তাঁর আকুলতা। সায়নী লিখলেন ‘গোধূলি গগনে মেঘে’ গানের শেষ দুই গান। লিখলেন, ”আর কি কখনো কবে,
এমন সন্ধ্যা হবে? জনমের মতো হায়, হয়ে গেল হারা…. ভালো থেকো মাগো!”
[আরও পড়ুন: ‘ইন্ডিয়া অকুপায়েড পাকিস্তান’! ‘ফাইটার’-এর ট্রেলারে ধুন্ধুমার অ্যাকশন আর দেশপ্রেমের বার্তা]
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রবিবার রাতে শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে সায়নীর মা সুদীপা ঘোষকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসাতালে। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর জানা গিয়েছে, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের।
কখনই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনও কিছুই বলতে শোনা যায়নি সায়নীকে। তবে গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোটে প্রচারে কর্মসূচী বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে। গত সপ্তাহে মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগণাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে শনিবার থেকে কোনও সভামঞ্চে তাঁকে দেখা যায়নি। হয়তো মায়ের অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সায়নী।
[আরও পড়ুন: নিম্নাঙ্গে নামমাত্র কাপড়, উন্মুক্ত বক্ষবিভাজিকা, পুরনো ছবিতেই নেটদুনিয়ায় ঝড় জিনাত আমানের]