shono
Advertisement

সংলাপের জন্য অভিনেতারা দায়ী নন, ‘সেক্রেড গেমস’বিতর্কে মন্তব্য আদালতের

সম্প্রচার সম্পর্কে কী মন্তব্য আদালতের? The post সংলাপের জন্য অভিনেতারা দায়ী নন, ‘সেক্রেড গেমস’ বিতর্কে মন্তব্য আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:08 PM Jul 16, 2018Updated: 08:38 PM Jul 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হোক বা ওয়েব সিরিজ। কোনও সংলাপের জন্যই অভিনেতারা দায়ী হতে পারেন না। নেটফ্লিক্স বিতর্কে এমনই রায় দিল্লি হাই কোর্টের।

Advertisement

[  নওয়াজের সঙ্গে যৌন দৃশ্য ভাইরাল, কী বলছেন হাওড়ার ইশিকা? ]

সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’। সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বোফর্স থেকে শাহ বানু কেস-কে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেই দাবি করেন আবেদনকারী আইনজীবী নিখিল ভল্ল। এর ভিত্তিতে দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার ওই মামলার শুনানিতে আদালত জানাল, এই ঘটনার জন্য কোনও অভিনেতা দায়ী হতে পারেন না। এদিন আদালত জানায়, যিনি জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি কংগ্রেসের লিগাল সেলের সঙ্গে যুক্ত। ফলে এই আবেদনকে জনস্বার্থ মামলা বলা যায় না। কিন্তু অবশ্যই এটি মানহানির মামলা। তবে আদালত জানায়, এই মামলায় কোনও অভিনেতা বা অভিনেত্রীর নাম উল্লেখ করার কোনও প্রয়োজন নেই। কারণ সংলাপ বলা তাঁদের প্রফেশন। সুতরাং তাঁরা তাঁদের কাজ করছেন। এ নিয়ে তাঁদের অভিযুক্ত করা চলে না। তবে আদালত জানায়, যে আটটি এপিসোড সম্প্রচারিত হয়ে গিয়েছে, তা নিয়ে আর কিছু করার নেই। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আর কোনও নতুন পর্ব সম্প্রচার হবে না, নির্দেশ আদালতের।

এদিকে এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ রাজীব-তনয় রাহুল গান্ধী। টুইট করে তিনি জানান, আরএসএস ও বিজেপি বাকস্বাধীনতায় বিশ্বাস করে। তিনি নিজেও মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের মৌলিক অধিকার। সুতরাং তা নিয়ে কিছু বলার নেই তাঁর। আপত্তিও নেই তাঁর। তাঁর বক্তব্য, রাজীব গান্ধী দেশের জন্যই কাজ করেছেন, দেশের জন্যই প্রাণ দিয়েছেন। সুতরাং কোন কাল্পনিক ওয়েব সিরিজে তাঁকে নিয়ে কী বলা হল, তাতে রাজীবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৯ জুলাই।

The post সংলাপের জন্য অভিনেতারা দায়ী নন, ‘সেক্রেড গেমস’ বিতর্কে মন্তব্য আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement