shono
Advertisement

অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল ‘টাইগার ৩’, মুক্তির আগেই কোটি টাকার ব্যবসা সলমনের ছবির

ছবির বুকিং শুরু হতে না হতেই টিকিট কেনার হিড়িক।
Posted: 02:11 PM Nov 05, 2023Updated: 04:24 PM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে ‘টাইগার ৩’র (Tiger 3) টিকিটের অগ্রিম বুকিং। খবর পেতেই যেন তৈরি ছিলেন অনুরাগীরা। বুকিং শুরু হতেই টিকিট কেনার হিড়িক। বেলা বারোটার মধ্যেই কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। একাধিক শো হাউসফুল হওয়ার পথে।

Advertisement

‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখের ছবি। ডিসেম্বরে আবার ‘ডাঙ্কি’ আসছে। এমন পরিস্থিতিতে দিওয়ালিতে আসছে সলমন খানের ‘টাইগার ৩’। বক্স অফিসের দখল কি নিতে পারবেন বলিউডের সুলতান? ট্রেলার রিলিজের আগে থেকেই রয়েছে।

[আরও পড়ুন: বিরাটের জন্মদিনে এ কেমন পোস্ট অনুষ্কার! মাথায় হাত পড়ল ‘বার্থ ডে বয়’-এর]

চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ ‘X’ হ্যান্ডেলে জানিয়েছেন সোমবার সলমন-ক্যাটরিনার ছবির অগ্রিম বুকিং ঝড়ের গতিতে শুরু হয়েছে। PVR Inox সকালের মধ্যেই ২০ হাজার টিকি বিক্রি হয়ে গিয়েছে। সিনেপলিসে টিকিট বিক্রি হয়ে গিয়েছে প্রায় চার হাজার। কলকাতার একাধিক শো প্রায় ফুল দেখাচ্ছে।

শুক্রবার নয়, ‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রবিবার। একদিকে কালীপুজো, অন্যদিকে দিওয়ালি। ভরপুর উৎসবের মেজাজ। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয় বলে খবর। আর তাতে বেশ লাভই হচ্ছে। মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সলমন। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। শোনা গিয়েছে, শাহরুখ-সলমনের অ্যাকশন দৃশ্যটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ছবিতে নাকি হৃতিক রোশনকেও দেখা যাবে।

[আরও পড়ুন: আদিত্যর প্রেমে পড়ে বিয়ের আগেই নাম পালটে ফেললেন অনন্যা! তথ্য ফাঁস করলেন করণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement