shono
Advertisement

তফসিলিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, ছবিমুক্তির দিনই বিপাকে সলমন

ফের আইনি গেরোয় পড়তে চলেছেন 'ভাইজান'! The post তফসিলিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, ছবিমুক্তির দিনই বিপাকে সলমন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:32 AM Dec 22, 2017Updated: 05:02 AM Dec 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইগার জিন্দা হ্যায়। বিতর্কও বেঁচে আছে। এবং তা যেন কিছুতেই সলমন খানের পিছু ছাড়ছে না। দেশ জুড়ে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি। তা নিয়ে ফ্যানদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিন্তু তার মধ্যেই আইনি নাগপাশে পড়লেন ভাইজান। তফসিলিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের দায়ে অভিযুক্ত সলমন। এ ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রক, দিল্লি ও মুম্বই পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট চেয়ে পাঠাল তফসিলিদের জন্য গঠিত জাতীয় কমিশন।

Advertisement

বড়দিনের আগেই বক্স অফিসে জোর লড়াই, মুখোমুখি দেব-সলমন ]

এক সাক্ষাৎকার থেকে বিতর্কের সূত্রপাত। সেখানে এমন কিছু কথা বলেন সলমন যা, জমাদার শ্রেণির মানুষের ভাবাবেগে আঘাত করে। এমসিজি স্বচ্ছতা কর্মচারী ইউনিয়নের সদস্যরা সে মন্তব্য খোলামনে মেনে নেননি। বরং সলমনের কথায় তাঁদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেই অভিযোগ করেন। অভিযোদ গায়ের হয় দিল্লির গান্ধীনগর থানাতেও। ইউনিয়নের সভাপতি সঞ্জয় গোহলাত জানিয়েছেন, সংবাদমাধ্যমে সলমন জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেন। তা এক বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করে। তাঁরা ক্ষুণ্ণ হন। সলমন এতবড় তারকা। উনি এই ধরনের মন্তব্য করলে ওঁর অনুগামীরাও তা অনুসরণ করবেন। ওঁর বিরুদ্ধে তাই তদন্ত হওয়া উচিত। এই ইস্যুতেই এবার সক্রিয় হল তফসিলিদের জন্য গঠিত জাতীয় কমিশন। তথ্যমন্ত্রক ও দিল্লি-মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছে পুরো বিষয়ে রিপোর্ট চাওয়া হযেছে। সাতদিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। একই দোষে অভিযুক্ত হয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠিও।

প্রসঙ্গত, চলতি বছরেই তফশিলিদের বিরুদ্ধে অবমানকর মন্তব্যের বিষয়ে কঠোর রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। এক মামলার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, ফোনে বা প্রকাশ্য জায়গায় তফশিলিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য ক্রিমিনাল অফেন্স হিসেবেই পরিগণিত হবে। এবং সেক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁছ বছর কারাদণ্ড হতে পারে। তফসিলি গোত্রভুক্ত এক মহিলার সম্পর্কে জাতিবিদ্বেষমূলক মন্তব্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত ছিল সুপ্রিম কোর্টের। একই দোষে অভিযুক্ত হযেছেন সলমনও। সেক্ষেত্রে, তাঁর দোষ প্রমাণিত হলে ফের বড়সড় আইনি গেরোয় পড়তে চলেছেন তারকা বলেই মনে করছেন অনেকে।

বাল ঠাকরে হয়ে হাজির নওয়াজউদ্দিন, নস্ট্যালজিয়ায় ভাসলেন মুম্বইকররা ]

The post তফসিলিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, ছবিমুক্তির দিনই বিপাকে সলমন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement