shono
Advertisement

জানেন, এবার সলমন কাকে সিনেমায় নামাচ্ছেন?

ভাইজানের ছত্রছায়ার অনেকেরই বলিউডে প্রবেশের পথ সুগম হয়েছে। The post জানেন, এবার সলমন কাকে সিনেমায় নামাচ্ছেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM May 09, 2017Updated: 03:31 PM May 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন। বিতর্কের শেষ নেই তাঁর কাহিনিতে। কিন্তু এ সবকিছুর পরও বলিউডের সুলতান তিনি। বিশেষ করে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে। ক্যাটরিনা, জারিন খান থেকে সাম্প্রতিক সূরজ পাঞ্চোলি, আথিয়া শেট্টি ভাইজানের ছত্রছায়ার অনেকেরই বলিউডে প্রবেশের পথ সুগম হয়েছে।

Advertisement

[আউশগ্রামে তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্ত দাবি বিজেপির]

এমনকী, দুই ভাই আরবাজ ও সোহেলের জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন দাবাং স্টার। কেউ সফল হয়েছেন, কেউ হননি। কিন্তু ভাইজানের করুণা হামেশা তাঁদের উপর বর্ষিত হয়েছে। এমনকী, রণবীরের সঙ্গ ছাড়ার পর ফের সলমনেরই স্মরণাপন্ন হয়েছিলেন ক্যাটরিনা। সল্লু ফিরিয়ে দিতে পারেননি তাঁকে। কারণ মন তাঁর বড়ই উদার।

[গোরক্ষার নামে আইন হাতে নিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি যোগীর]

দাবাং স্টারের কৃপা এবার বর্ষিত হতে চলেছে বোন অর্পিতার স্বামী আয়ূষ শর্মার উপর। এতদিনে ভগ্নীপতিকে বলিউডে লঞ্চ করতে চলেছেন সলমন। শোনা যাচ্ছে, সলমন নিজের প্রযোজকের ভূমিকায় থাকবেন। ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য ঠিক হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আয়ূষের জন্য সইফ-কন্যা সারা আলি খানকে নায়িকা হিসেবে বেছেছেন সলমন। ইতিমধ্যেই নাকি সারার কাছে চিত্রনাট্য পাঠানো হয়েছে। যদি এই লাভ স্টোরি সইফ-অমৃতা কন্যার পছন্দ হয়। তাহলে বলিউডে দু’জনকে একসঙ্গে লঞ্চ করা হবে। আয়ূষ ইতিমধ্যেই চিত্রনাট্য পড়ে ফেলেছেন। এমনকী, চরিত্রের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। তবে সারার তরফ থেকে এখনও কোনও সম্মতি পাওয়া যায়নি।  যদি তা মেলে তাহলে খুব শিগগিরিই শুরু হয়ে যাবে ছবির কাজ। আর যদি তা না মেলে, তাহলে কোনও নতুন মুখের উপরই ভরসা করবেন প্রযোজক সলমন খান।

[জানেন, কেন রানি ‘শিবগামী’র মানভঞ্জনে ব্যস্ত রাজা ‘কাটাপ্পা’?]

The post জানেন, এবার সলমন কাকে সিনেমায় নামাচ্ছেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement