সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে হাজির ছিলেন সলমন খান। টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটানোর পাশাপাশি বিশেষ মন্ত্রও দিয়েছিলেন রোহিত বাহিনীকে। যদিও তা কার্যকরী হয়নি। তবে বিশ্বকাপের দিনই বড়সড় ক্ষতির মুখে পড়লেন ভাইজান।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মেগা ফাইনালের দৌলতে ‘টাইগার ৩’ সপ্তাহান্তে একেবারে আয়ই করতে পারেনি। প্রথম সপ্তাহে গোটা বিশ্বে ৩০০ কোটির উপর ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহান্তে একেবারে মুখ থুবড়ে পড়েছে ‘মেন ইন ব্লু’র দাপটে। প্রথম সপ্তাহে খোলা মাঠে ‘টাইগার’-এর গর্জন শোনা গিয়েছে। কিন্তু বিশ্বকাপ জ্বরে আক্রান্ত পরিস্থিতিতে দ্বিতীয় রবিবার ‘টাইগার ৩’ কতটা ব্যবসা করতে পারবে? সেই বিষয়েও আগেভাগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা। সেই আশঙ্কাই সত্যি হল।
[আরও পড়ুন: ‘এটাই জাতীয়তাবোধ’, ভারতের হার নয়! ঋদ্ধি-ঋত্বিকদের মুখে প্যালেস্তিনীয় সমর্থকের জয়গান]
শনিবার ‘টাইগার ৩’ ভারতে ১৮.৫ কোটি টাকার ব্যবসা করতে পারলেও রবিবার সেই গ্রাফ চড় চড় করে নেমে ১০.২৫ কোটিতে দাঁড়িয়েছে। দুসপ্তাহে বিশ্বের বক্স অফিসে প্রায় ৩৫৭ কোটি টাকা আয় করেছে। বছর খানেক বাদে ‘হিট’-এর মুখ দেখতে পারলেও শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ছুঁতে পারলেন না সলমন খান। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্যই দ্বিতীয় রবিবার সিনেবাজারের দৌঁড়ে পিছিয়ে পড়ল ‘টাইগার ৩’।