সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা ডিসেম্বর থেকেই চর্চায় সামান্থা রুথ প্রভুর বিয়ে। সিনেদুনিয়া থেকে সোশাল পাড়া সর্বত্র 'সামান্থাময়'। যদিও বর্তমানে এতে ভাগ বসিয়েছে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। তবে সামান্থার নতুন দাম্পত্যজীবন নিয়ে অনুরাগীমহলে কৌতূহলের অন্ত নেই। এবার সপ্তাহান্তে বিয়ের পর প্রথমবার জুটিতে ধরা দিলেন নবদম্পতি।
নিন্দুকদের কটাক্ষ, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের দু'দিন বাদেই হানিমুনে উড়ে গিয়েছিলেন রাজ নিদিমরু এবং সামান্থা রুথ প্রভু। এবার সেখান থেকে ফিরেই হায়দরাবাদ বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন জুটিতে। সেলেবপাড়ার নবদম্পতিদের মতো পোশাকের আতিশয্য না থাকলেও রং মিলান্তি জিনস, টি-শার্ট আর ট্রাউজার-জ্যাকেটে ধরা দিলেন রাজ-সামান্থা। বিয়ের পর এই প্রথমবার তারকাদম্পতিকে একফ্রেমে পেয়ে লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ছবিশিকারীরা। একে-অপরের সঙ্গে কথায়, খুনসুটিতে মজে ছিলেন তাঁরা। যে ভিডিও দেখে সামান্থার জন্য খুশি অনুরাগীরাও। একুশ সালে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগতজীবনে চার বছর বহু ঝড়ঝাপটা সামলেছেন অভিনেত্রী। রোগভোগে একাধিক কাজও হাতছাড়া হয়েছিল তাঁর। তবে সেই যন্ত্রণা অধ্যায় কাটিয়ে চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ 'ফ্যামিলি ম্যান' পরিচালকের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সামান্থা। এবার নবদম্পতিকে একফ্রেমে দেখেই ভক্তমহলের উল্লাস। সাধ করে তাঁরা রাজ-সামান্থার নাম দিয়েছেন- 'সামরাজ'।
বিয়ের মতো মধুচন্দ্রিমাতেও খরচের বহর দেখাননি সামান্থা। সদগুরুর আশ্রমে গোপনে সাতপাক ঘুরেছিলেন। আর হানিমুন ডেস্টিনেশন হিসেবেও বেছে নিয়েছেন নিজের দেশকেই। রাজ-সামান্থা নিজেরা কোনও ছবি শেয়ার না করলেও সিনেদুনিয়ায় কানাঘুষো, বিয়ের পর দিনকয়েক গোয়াতে কাটিয়েছেন দম্পতি। এবার মধুচন্দ্রিমা ফেরত পথে ফের চর্চায় রাজ-সামান্থার
প্রসঙ্গত, শুটিং করতে গিয়ে পরিচালক-অভিনেত্রীর সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর উদাহরণ সিনেদুনিয়ায় নতুন নয়! সেই তালিকায় নতুন সংযোজন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমরু। ‘ফ্যামিলি ম্যান ২’-এর সূত্রে আলাপ, বন্ধুত্ব। সম্প্রতি বিয়ের পিঁড়িতে তার মধুরেণ সমাপয়েৎ! গত দেড় বছর ধরে তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও রাজ-সামান্থা যে এই শীতেই চারহাত এক করতে চলেছেন, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বলিউড কিংবা দক্ষিণের সিনেদুনিয়া। অতঃপর লিঙ্গ ভৈরবী মন্দির থেকে যখন দক্ষিণী সুন্দরী 'ধূমকেতু'র মতো বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেন, তখন নেটভুবনে শোরগোল পড়ে যায়। যদিও তারকাদম্পতির কোনও পক্ষের প্রাক্তনেরই এসবে মাথাব্যথা নেই। প্রাক্তনরা বর্তমানে যে যার মতো দিব্যি রয়েছেন।
