সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের বিখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। বয়স হয়েছিল ৬৭ বছর। বলি অভিনেতা ও পরিচালকের মৃত্যুর খবর টুইট করে জানান সতীশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের (Anupam Kher)।
সতীশ কৌশিকের প্রয়াণের পর তাঁর সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর ১০ বছর বয়সি মেয়ে ভনসিকা কৌশিক। যেখানে দেখা যাচ্ছে বাবাকে জড়িয়ে ধরে আছেন। ভনসিকার এই ছবি দেখে আবেগঘন হয়ে পড়েছেন অনেকেই।
[আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণকে পর্দায় আনছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি! ছবির প্রস্তুতি নিয়ে কী বললেন পরিচালক?]
১৯৫৬ সালের ১৩ এপ্রিল জন্ম সতীশ কৌশিকের। অভিনেতা হিসেবেই হিন্দি ছবির জগতে যাত্রা শুরু। ১৯৮৩ সালে ‘জানে ভি দো এয়ারো’ ছবিতে দেখা যায় তাঁকে। পরবর্তীকালে অসংখ্য ছবিতে কমেডিয়ানের ভূমিকায় তথা চরিত্রভিনেতা হিসেবেও দেখা যায় সতীশকে। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তাঁর অভিনয় ভুলবে না হিন্দি ছবির দর্শক। অন্যদিকে ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে পরিচালনায় হাতে খড়ি। এরপর ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন। সলমন খান অভিনীত ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। সতীশের মৃত্যুতে ভারতীয় সিনে দুনিয়ার একটি অধ্যয়ের অবসান হল।