সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের টম ক্রুজ (Tom Cruise) শাহরুখ খান। ব্লকবাস্টার ‘পাঠান’ (Pathaan) সিনেমার মাধ্যমে হয়তো তিনি এ যাত্রায় বলিউডকে বাঁচিয়ে দিলেন। এমনই একটি প্রতিবেদন লেখেন আমেরিকার সাংবাদিক স্কট ম্যান্ডেলসন। সেই প্রতিবেদনের লিংক শেয়ার করেন টুইটারে। আর তাতেই ক্ষিপ্ত নেটিজেনরা।
বক্স অফিসে একাই ঝড় তুলছেন শাহরুখ (Shah Rukh Khan)। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে টাকার অঙ্ক। নবম দিনে ৭০০ কোটি ছাড়িয়েছে ছবির ব্যবসা। দেশের পাশাপাশি বিদেশেও রমরমিয়ে চলছে ‘পাঠান’। এমন পরিস্থিতেই শাহরুখকে নিয়ে প্রতিবেদনটি লেখেন স্কট। আর সেই লিংক শেয়ার করেন টুইটারে। তাতেই শোরগোল পড়ে যায়। ফুঁসে ওঠেন নেটিজেনরা। টম ক্রুজ যত বড় তারকাই হোক না কেন, শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলেই মত প্রকাশ করেছেন তাঁরা।
[আরও পড়ুন: দেবের সঙ্গে ‘বাঘাযতীন’ ছবির শুটিং শুরু, অভিজ্ঞতা কেমন? জানালেন সুদীপ্তা চক্রবর্তী]
“সাদা চামড়ার অভিনেতার সঙ্গে ভারতীয় অভিনেতাদের তুলনা না করে যদি প্রতিবেদন না লিখতে পারেন তাহলে লিখবেন না। স্পষ্ট কথা জেনে রাখুন, শাহরুখ খান সারা বিশ্বে শাহরুখ হিসেবেই পরিচিত। তিনি ভারতের টম ক্রুজ নন”, এমন কথা লেখা হয়েছে স্কটের টুইটের প্রতিক্রিয়ায়। এমন তুলনা হতে পারে না বলেই মত নেটিজেনদের। “শাহরুখ খান লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। মার্কিন মুলুকের যে সাদা চামড়া মানুষটা ২০১৯ সালের আগে বলিউড সিনেমাই দেখেনি সে কিনা শাহরুখের সঙ্গে সম্পর্কে লিখছে! এখানে হলিউডের সঙ্গে কোনও তুলনাই চলে না”, এমনটাই লিখেছেন একজন।
প্রসঙ্গত, একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে শাহরুখ খানের কামব্যাক ছবি। ছুটির দিনে মুক্তি না পেয়েও বক্স অফিসে পেয়েছে দারুণ ওপেনিং। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। শাহরুখের প্রথম ছবি হিসেবে তিনশো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘পাঠান’। আবার হিন্দি সিনেমা হিসেবে সবচেয়ে দ্রুত তিনশো কোটির মাইলস্টোন ছুঁয়েছে।