shono
Advertisement

Breaking News

‘ঝালমুড়ি-চা খেতে চাইত…’, বন্ধু ইরফানের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর সুজিত সরকার

তিঘমাংশু ধুলিয়া, তনুজা চন্দ্রও প্রয়াত অভিনেতাকে স্মরণ করলেন।
Posted: 04:20 PM Apr 29, 2023Updated: 04:20 PM Apr 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবে একটু খুঁজলেই ভিডিওটি পাওয়া যাবে। ‘করিব করিব সিঙ্গল’-এর ‘যোগী’ হয়ে এক মনে ‘বডে আচ্ছে লাগতে হ্যায়’ গেয়ে যাচ্ছেন ইরফান খান (Irrfan Khan)। ঠিক যেন যোগীই ছিলেন তিনি। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতেন। ক্যানসারের মারণ রোগ সব কেড়ে নিল। ২০২০ সালের ২৯ এপ্রিল দিনটা আজও ভুলতে পারেন না ইরফানের অনুরাগীরা। তিনটে বছর পার হয়ে গেল বন্ধুকে প্রতিটা মুহূর্তে মিস করেন সুজিত সরকার (Shoojit Sircar)।

Advertisement

‘পিকু’ সিনেমায় ইরফানের সঙ্গে কাজ করেছিলেন সুজিত। তবে কাজের বাইরেও দু’জনের গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক জানান, জীবনে প্রত্যেকটি মুহূর্তে তিনি ইরফানের অভাব বোধ করেন। “ওর সঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা মিস করি। আমরা আধাত্ম্য, অ্যাস্ট্রো-ফিজিক্স, জীবনবোধ নিয়ে কথা বলতো। কখনও কখনও সোজা অফিসে এসে ঝালমুড়ি আর চা খেতে চাইত।”

[আরও পড়ুন: অমিতাভের ‘আখরি রাস্তা’ টুকেই শাহরুখের ‘জওয়ান’! বলিউডে জোর গুঞ্জন]

‘হাসিল’, ‘পান সিং তোমর’-এর মতো সিনেমা করেছেন ইরফানের সঙ্গে। প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে পরিচালক তিঘমাংশু ধুলিয়া জানান, এখনও নতুন কোনও সিনেমার পরিকল্পনা করার সময় তাঁর ইরফান খানের মুখই মনে পড়ে।

ইরফান খানকে কেন সেভাবে রোম্যান্টিক হিরো হিসেবে ভাবা হয়নি, তা বুঝতে পারেন না পরিচালক তনুজা চন্দ্রা। তাঁর মতে, ইরফানের খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল। এখনও পরিচালকের কাছে লোকজন ‘করিব করিব সিঙ্গল’ ছবির প্রশংসা করেন বলে জানান তিনি।

[আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি ছবির মুক্তি আটকানো হোক!’, কেরল সরকারকে অনুরোধ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement