shono
Advertisement

ফের ‘দেবদূত’ সোনু সুদ! শীতে কষ্ট পাওয়া অসহায় বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন অভিনেতা

ওই বৃদ্ধাদের কষ্টের কথা জানতে পেরেই এগিয়ে এলেন তিনি।
Posted: 02:32 PM Dec 31, 2020Updated: 02:32 PM Dec 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্করুপোলি পর্দায় তিনি খলনায়ক। কিন্তু বাস্তবের পৃথিবীতে ক্রমেই এক যথার্থ নায়ক হয়ে উঠছেন সোনু সুদ (Sonu Sood)। করোনাকালে বারবার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুরের (Mirzapur) ২০টি গ্রামের বৃদ্ধাদের জন্য শীতবস্ত্রের জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সোনু। এক টুইটের মাধ্যমে ওই বৃদ্ধাদের কষ্টের কথা জানতে পারার পরই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তিনি।

Advertisement

কিছুদিন আগেই বিকাশ দীক্ষিত নামের এক ব্যক্তি একটি টুইট করেন। সেখানে তিনি জানান, বেনারস থেকে ৮০ কিমি দূরে মির্জাপুর ও সোনভদ্রের ২০টি গ্রাম রয়েছে যেগুলি মূলত নকশাল অধ্যুষিত। প্রতিবছরই সেখানে শৈত্যের কবলে পড়েন বৃদ্ধারা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাঁরা স্বপ্ন দেখেন এক দেবদূতের। যে এসে তাঁদের সব দুঃখ দূর করে দেবে। সেই টুইটে সোনুকে মেনশন করে বিকাশ লেখেন, ‘‘ওই মহিলাদের শেষ আশা আপনিই।’’

[আরও পড়ুন: নিয়মের বেড়াজাল মেনে আনন্দ উপভোগ সম্ভব না, ‘হট’ অবতারে কেন এমন বার্তা নুসরতের?]

অবশেষে ওই টুইটের জবাব দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। জানিয়ে দিয়েছেন, তিনি দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সোনু ওই টুইটের জবাবে লেখেন, ‘‘আর কেউ ওই ২০টি গ্রামে ঠান্ডায় কষ্ট পাবে না। শিগগিরি শীতের সরঞ্জাম পৌঁছে যাবে আপনার কাছে।’’

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সোনুর নতুন বই ‘আই অ্যাম নট দ্য মসীহা’। নামকরণ থেকেই পরিষ্কার, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনও অতিরিক্ত কৃতিত্ব দাবি করতে চান না তিনি। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে যেভাবে দাঁড়াতে দেখা গিয়েছিল সোনুকে, তা দেখে কুর্নিশ জানিয়েছিল গোটা দেশ। বিভিন্ন অঞ্চলে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করে তাঁদের জন্য আশ্রয় ও সমস্ত সাহায্যের বন্দোবস্ত করেছিলেন তিনি। নিজের সম্পত্তি বিকিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ক্রমেই বেড়েছে তাঁর প্রতি মানুষের মুগ্ধতা। এবারের পুজোয় কলকাতার মণ্ডপে দেখা গিয়েছিল তাঁর মূর্তি! তেলেঙ্গানায় তৈরি হয়েছে মন্দিরও।

[আরও পড়ুন: ‘বড় তারকা হয়েও কেন গুটখা, সিগারেটের বিজ্ঞাপন?’, শাহরুখ-অজয়দের তোপ মুকেশ খান্নার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement