সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চন মল্লিকের বাড়ির কালীপুজো (Kali Puja 2023)। আর তাতে মধ্যমণি শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ম্যাচিং পোশাকই পরেছিলেন দুজন। শ্রীময়ী নাকি এই পুজোর ভোগ রান্নার দায়িত্বও সামলেছেন। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিধায়ক-অভিনেত্রীর সম্পর্কে নয়া মোড়?
বহু দিন ধরেই টলিপাড়ায় কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে গুঞ্জন। তবে এতে এখন আর তেমন মাথা ঘামান না অভিনেত্রী ও বিধায়ক। রং মিলিয়ে পোশাক পরেন, আবার একসঙ্গে পুজো দেখতেও যান তাঁরা। সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেন। কালীপুজোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। লাল পেড়ে সাদা শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী। তার সঙ্গে ম্যাচিং করেই লাল-সাদা জামদানি পাঞ্জাবি পরেন কাঞ্চন।
[আরও পড়ুন: অ্যাকশন থ্রিলারে নতুন অবতারে সোহিনী, বিপরীতে বাংলাদেশের নায়ক, সিরিজ নাকি সিনেমা?]
শোনা গিয়েছে, আগে এই কালীপুজোর দায়িত্ব সামলাতেন কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) মা। তাঁর মৃত্যুর পর পুজো বন্ধ ছিল। তিন বছর আগে ফের পুজো শুরু করেন কাঞ্চন। গতবারও পুজোতেও কাঞ্চনের সঙ্গী ছিলেন শ্রীময়ী। এবারও অন্যথা হয়নি।
এবার নাকি একেবারে গৃহকর্ত্রীর মতো সবকিছু সামলেছেন শ্রীময়ী। ঠাকুরের ভোগও তিনি রান্না করেছেন। আবার বাড়িতে আসা অতিথিদেরও সামলেছেন। এর মাঝে কাঞ্চনের সঙ্গে ছবি তুলতে ভোলেননি। দুজনেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। তাহলে কি এবার নিজেদের সম্পর্ককে পরবর্তী পর্যায় অর্থাৎ স্বীকৃতির দিকে নিয়ে যেতে তৈরি কাঞ্চন-শ্রীময়ী? উত্তর ভবিষ্যতেই মিলবে।