সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বলিউড দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি কোনওদিন”, খুব আক্ষেপের সুরে বলেছিলেন ধর্মেন্দ্র। এবার নিজের ফিল্মি কেরিয়ারের যন্ত্রণার কথা বলতে গিয়ে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রকাশ্যেই চোখের জল ফেললেন সানি দেওল (Sunny Deol)। আবেগপ্রবণ অভিনেতার কণ্ঠেও বাবার মতোই আক্ষেপের সুর।
বাবা ধর্মেন্দ্র বলেছিলেন, কেউ কথা রাখেনি, কেউ দেওলদের কথা বলেনি কোনওদিন। এবার ছেলে সানি দেওল বললেন, “‘গদর’-এর পর কুড়িটা বছর কেটে গেলেও কেউ আমার কাছে ভালো সিনেমা, চিত্রনাট্য নিয়ে আসেনি।” প্রসঙ্গত, ‘গদর ২’-এর পর থেকেই ফিল্মি কেরিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করেছেন সানি। এমনকী রাজনীতি ছেড়ে পুরোপুরি অভিনয়ে মন দেওয়ার কথাও ঘোষণা করে ফেলেছেন তিনি। ৫৪তম IFFI-র মঞ্চে নিজের ফিল্মি কেরিয়ারের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সানি দেওল।
[আরও পড়ুন: প্রতিষ্ঠিত পরিচালক হয়েও সেরা কাজ রিলিজ করতে পারেননি, দুবার হার্ট অ্যাটাক অনুরাগের!]
বছরের পর বছর বলিউড কীভাবে তাঁকে অভিনেতা হিসেবে ব্রাত্য রেখেছে সেই কথাই এদিন শোনা গেল তাঁর মুখে। পরিচালক অনিল শর্মা, রাজকুমার সন্তোষী এবং রাহুল রাওয়ালের সঙ্গে একটা প্যানেল ডিসকাশনে ছিলেন সানি। সেখানেই অভিনেতার আক্ষেপ, “‘গদর’ ম্যাসিভ হিট হয়েছিল, তারপর থেকেই আমার স্ট্রাগল পিরিয়ড শুরু হয়েছে। কারণ কেউ আমার কাছে ভালো ছবি বা চিত্রনাট্য নিয়ে আসেনি। মাঝখানে ২০ বছরের ব্যবধান! যদিও আমি এর মধ্যিখানে কয়েকটা সিনেমা করেছি। তবে হাল ছেড়ে দিইনি! নিজের মতো করে কাজ করে গিয়েছি। সিনেমা করেছি কারণ আমি সবসময়ে অভিনেতা হতে চেয়েছি, তারকা হতে চাইনি। ছোট থেকেই বাবার সিনেমা দেখেছি। সেইরকম বিভিন্ন ধরণের ছবি আমিও করতে চেয়েছিলাম।”
সেই কথাপ্রসঙ্গেই সানি দেওলের সংযোজন, “রাহুল রাওয়ালের সঙ্গে ফিল্মি কেরিয়ার শুরু করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। উনি আমাকে তিন তিনটে ভালো সিনেমা দিয়েছিলেন। কোনওটা চলেছে। কোনওটা চলেনি। তবে দর্শকরা কিন্তু সেই ছবিগুলোর কথা এখনও মনে রেখেছে। আজ সেই সিনেমাগুলোর জন্যই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি।”