shono
Advertisement

Breaking News

Rashmi Rocket Trailer: অ্যাথলিট পিংকি প্রামাণিকের কথা মনে করাল ‘রশমি রকেট’ছবির ট্রেলার!

সিনেমার তুরুপের তাস হতে পারেন 'পাতাললোক' সিরিজ খ্যাত অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Posted: 03:21 PM Sep 24, 2021Updated: 03:21 PM Sep 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাল্পনিক কাহিনি হলেও বাস্তবকে মনে করাল তাপসী পান্নু অভিনীত ‘রশমি রকেট’ ছবির ট্রেলার (Rashmi Rocket Trailer)। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ২ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি। যা দেখে বাংলার অ্যাথলিট পিংকি প্রামাণিকের কথা মনে পড়ে যেতেই পারে।

Advertisement

ছবির কেন্দ্রীয় চরিত্র রশমি (তাপসী পান্নু) অবশ্য গুজরাটের অ্যাথলিট। অত্যন্ত প্রতিভাবান। আচমকা তাকে শারীরিক পরীক্ষা দিতে যেতে হয়। যারপর তার নারীত্ব নিয়েই প্রশ্ন ওঠে। ঠিক যেমনটা ২০১২ সালে বাংলার অ্যাথলিট পিংকি প্রামাণিকের ক্ষেত্রে হয়েছিল। দৌড়বিদ পিংকি নারী না পুরুষ, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে পিংকি জানিয়েছিলেন, তিনি নারী। অ্যাথলিট হওয়ার কারণে তাঁকে এমন কিছু ইঞ্জেকশন নিতে বলা হয়েছিল, যাতে শারীরিক তাঁর গঠনে পরিবর্তন আসে।

[আরও পড়ুন: Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে আগ্রহী নন রণবীর কাপুর! ছবিতে কি অভিনয় করবেন খোদ ‘দাদা’?]

ছবির ট্রেলারে রশমির লড়াইও যেন অনেকটা পিংকির মতো। এর আগে ছবির বিষয়ে কথা বলতে গিয়ে তাপসী (Taapsee Pannu) জানান, এই কাহিনি এক্কেবারে আলাদা। আর তাঁর মনের বড় কাছের। চিত্রনাট্য শোনা মাত্রই ছবিতে অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছিলেন নায়িকা। তারপর কঠিন পরিশ্রম করে অ্যাথলিটের মতো বডি তৈরি করেন তাপসী। তাঁর সেই পরিশ্রমের ঝলক ট্রেলারে দেখা যাচ্ছে।

ছবিতে রশমির মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক। সেনা অফিসার তথা রশমির প্রেমিকের ভূমিকায় রয়েছেন প্রিয়াংশু পেইনিউলি। তবে আইনজীবীর চরিত্রে নজর কেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে ‘পাতাললোক’ সিরিজের হাতোড়া ত্যাগী, তারপর ‘আনকহি কাহানিয়া’ ছবির প্রদীপের চরিত্রে দর্শকদের মন জয় করেছেন বাংলার অভিনেতা। সেই ধারা এ ছবিতেও বজায় রাখতে চলেছেন তিনি। ট্রেলারে তেমন আভাসই মিলল। সিনেমা হলে নয় Zee5 প্ল্যাটফর্মে ১৫ অক্টোবর থেকে দেখা যাবে ‘রশমি রকেট’।

[আরও পড়ুন: আমির খানের ‘লাল সিং চাড্ডা’য় ডুয়ার্সের মেয়ে, শুটিংয়ে জন্য মুম্বই পাড়ি অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement