shono
Advertisement

Breaking News

এবার বক্স অফিসে ‘করণ-অর্জুনে’র ‘খেলা হবে’! আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’, কবে শুটিং?

'বোমা ফাটাবেন' শাহরুখ-সলমন!
Posted: 06:28 PM Sep 16, 2023Updated: 06:28 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজি বলিউডের ‘করণ-অর্জুন’। চিত্রনাট্যের খসড়াও তৈরি রেখেছে যশ রাজ ফিল্মস। এবার অপেক্ষা শুধু যথাযথ শিডিউলের। বক্স অফিসে সুনামি নিয়ে আসতে চলেছে ‘টাইগার’ এবং ‘পাঠান’। শাহরুখ-সলমনের (Shah Rukh-Salman) দ্বৈরথ যে সিনেপর্দা কাঁপাবে, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না!

Advertisement

৩০ বছর আগে করণ-অর্জুন ছবিতে জুটি বাঁধলেও পরবর্তীতে গোটা সিনেমাজুড়ে দুই তারকার দ্বৈরথের সাক্ষী থাকেননি দর্শকরা। যদিও পরবর্তীতে শাহরুখ-সলমন একে অপরের সিনেমায় ক্যামিওর চরিত্রে ধরা দিয়েছেন, তবে এবার প্রযোজক আদিত্য চোপড়া চমকে দেওয়ার মতো পরিকল্পনা করেছেন। আগেভাগেই শোনা গিয়েছিল যে, যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনির্ভাস’ তৈরি করতে চলেছেন আদিত্য। যেখানে ‘টাইগার’, ‘কবীর’, ‘পাঠান’দের একসঙ্গে দেখা যাবে। তবে এবার প্রকাশ্যে এল নতুন তথ্য! প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়া আলাদা করে শাহরুখ, সলমন দুজনের সঙ্গেই মিটিং করেছেন। শুধু তাই নয়, দুই তারকারই ‘টাইগার ভার্সেস পাঠান’-এর গল্প বেশ মনে ধরেছে।

 

‘টাইগার ভার্সেস পাঠান’ নামে ছবি তৈরি করতে চলেছে যশ রাজ ফিল্মস। চিত্রনাট্য শুনে শাহরুখ, সলমন ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। নভেম্বর মাস থেকেই তোরজোর শুরু হবে। আর আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে ‘টাইগার ভার্সেস পাঠান’-এর শুটিং হবে। তবে সেই ছবিতে যশ রাজ ফিল্মসের আরেক স্পাই ‘কবীর’ ওরফে হৃত্বিক রোশনকে দেখা যাবে কিনা, সেই বিষয়ে এখনও কোনওরকম তথ্য জানা যায়নি। কিন্তু এই ছবি যে বক্স অফিসে ঝড় তুলে দেবে, তা নিঃসন্দেহে বলা যায়।

[আরও পড়ুন: শাহরুখের ‘জবরা ফ্যান’, ভেন্টিলেটর নিয়েই ‘জওয়ান’ দেখতে হলে ছুটলেন যুবক, দেখুন]

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবিতে ১৫ মিনিটের অ্যাকশন সিকোয়েন্সে ক্যামিওর চরিত্রে ঝড় তুলে দিয়েছিলেন সলমন খান। এবার ‘টাইগার’-এর তিন নম্বর ফ্র্যাঞ্চাইজিতে ভাইজানকে বাঁচাতে পাকিস্তানে যাবেন শাহরুখ। আরেকটু খোলসা করে বলতে গেলে, ‘টাইগার ৩’ (Tiger 3) ছবির এক দৃশ্যে সলমন খানকে জেল ভেঙে বের করতে দেখা যাবে ‘পাঠান’ শাহরুখকে। চলতি বছর দীপাবলিতেই বড়পর্দায় সেই তুখড় অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবেন দর্শকরা। প্রযোজক আদিত্য চোপড়া নাকি শুধুমাত্র এই দৃশ্যের জন্যই ৩৫ কোটি টাকা খরচ করেছেন। আর সেই অ্যাকশন সিকোয়েন্সই সিনেমায় গল্পের মোড় ঘোরাবে। ঠিক যেমনটা ‘পাঠান’-এর ক্ষেত্রেও হয়েছিল। শত্রুদের সঙ্গে লড়তে গিয়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শাহরুখের, তখন ত্রাতা হিসেবে হাত বাড়িয়ে দিয়েছিলেন ‘টাইগার’ সলমনই। আর এবার দুই মহারথীকে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ তৈরি করবেন যশ রাজ ফিল্মস।

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘জওয়ান’ (Jawan)। একা হাতে বলিউডের ব্যবসার হাল ফিরিয়ে খান সাম্রাজ্যের ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রত্যাবর্তন ঘটেছে। ‘লাল সিং চাড্ডা’ সিনেবাজারে মুখ থুবড়ে পড়ার পর বিরতি ঘোষণা করেছেন আমির খান। অন্যদিকে সলমন খানের (Salman Khan) ‘কিসি কা ভাই কিসি কি জান’ও ভাল ব্যবসা দিতে পারেনি। সেই প্রেক্ষিতে বলিউডের খান সাম্রাজ্যের মসনদে একাই রাজত্ব করছেন শাহরুখই। ‘পাঠান’-এর দৌলতে যশরাজ ফিল্মসের ‘ফ্লপ’ তকমাও ঘুচিয়েছিলেন কিং খানই। এবার বক্স অফিসে ঝড় তুলতে ‘টাইগার’-এর সঙ্গে বাদশাকেই ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে ব্যবহার করছেন প্রযোজক আদিত্য চোপড়া!

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে ‘পাঠান’, জন্মাষ্টমীতে ‘জওয়ান’ আর বড়দিনে ‘ডাঙ্কি’ ঝড়, সিলমোহর শাহরুখের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement