সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) কালেই অন্তঃসত্ত্বা হয়েছেন কৃতি স্যানন (Kriti Sanon)। তাও আবার সারোগেসির মাধ্যমে। না না, বাস্তবে নয়, সিনেমার গল্পে। কিছুদিন আগেই সেই আভাস দিয়েছিলেন অভিনেত্রী। প্রকাশ করেছিলেন নিজের ‘মিমি’ সিনেমার লুক। সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এল মঙ্গলবার। কৃতি ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওয়ার হাউস অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)।
[আরও পড়ুন: বিয়ে করতে চান ‘মা’ ধারাবাহিকের ঝিলিক, প্রকাশ্যেই প্রেমিককে দিলেন প্রস্তাব!]
লক্ষ্মণ উটেকরের (Laxman Utekar) পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কৃতী। ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে রাজস্থানের এক নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ট্যাক্সি ড্রাইভার ভানুর ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। ভানুই সারোগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়ে অর্থ উপার্জনের প্রস্তাব মিমিকে (কৃতী স্যানন)। সেই প্রস্তাবে রাজিও হয়ে যায় সে। কিন্তু সন্তানসম্ভবা হওয়ার পরই ঘটে বিপত্তি। বিদেশের যে দম্পতি সারোগেসির প্রস্তাব দিয়েছিল, তারা আচমকা পিছু হটে যায়। মিমি পড়ে মহা বিপাকে। একদিকে সমাজের লাঞ্ছনা, অন্যদিকে পরিবারের গঞ্জনা। এই দুইয়ের মাঝে পড়ে মিমি আচমকা সকলকে বলে, ভানুই তার সন্তানের বাবা।
বলিউডে সারোগেসি নিয়ে সিনেমা নতুন নয়। সুজিত সরকারের ‘ভিকি ডোনর’ সিনেমাতেও তা তুলে ধরা হয়েছিল। আর সেই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় সাফল্য পেয়েছিলেন আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতম। কিছুদিন আগে অক্ষয় কুমার, করিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ, কিয়ারা আডবাণী অভিনীত ‘গুড নিউজ’ ছবিতেও সারোগেসির বিষয়বস্তু ছিল। ‘মিমি’তে কমেডির পাশাপাশি ইমোশনের ছোঁয়াও রেখেছেন পরিচালক উটেকর। কৃতী-পঙ্কজ ছাড়াও মনোজ পাহওয়া, সুপ্রিয়া পাঠক, স্মিতা জয়কর ও মারাঠি অভিনেত্রী সাই তামহানকর। ৩০ জুলাই নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাচ্ছে ছবিটি।