সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ। অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) সহ অভিনেতা সিজান মহম্মদ খানকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে রবিবার আদালতে তোলা হয়। চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।
‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে শুটিং চলাকালীন মেকআপ রুমে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালনের সঙ্গে অভিনয় করা তুনিশার আত্মহত্যায় বিনোদুনিয়ায় শোকের ছায়া। রবিবার তুনিশার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। শ্বাসরোধ হয়েই যে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্ত রিপোর্টে তার প্রমাণ মিলেছে। অভিনেত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলে গুজব ছড়িয়েছে। যদিও ময়নাতদন্ত রিপোর্টে তেমন কোনও প্রমাণ মেলেনি।
তুনিশার সহকর্মীদের দাবি, একসময়ে সিজান এবং ওই অভিনেত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি হয়। শেষমেশ বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। তারপর থেকেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। আর তার জেরে জীবন শেষ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নেন তরুণী অভিনেত্রী। তুনিশার এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে সিজানই প্ররোচনা দিয়েছে বলেই অভিযোগ তাঁদের। যদিও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: ‘বালিঝড়’ সিরিয়ালে কৌশিক-তৃণা-ইন্দ্রাশিসের ত্রিকোণ প্রেমের আভাস, দেখুন আগাম ঝলক]
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। ‘বার বার দেখো’, ‘ফিতুর’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘কাহানি ২’ সিনেমায় হয়েছিলেন মিনি। ‘ভারত কে বীর পুত্র – মহারাণা প্রতাপ’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের জগতে সফর শুরু করেছিলেন তুনিশা। তারপর ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘ইশক সুভান আল্লা’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কেন মাত্র কুড়ি বছর বয়সে এমন চরম সিদ্ধান্ত নিলেন তুনিশা, তা নিয়ে এখনও জারি ধোঁয়াশা।
সহ অভিনেতা তথা তুনিশার প্রাক্তন ‘প্রেমিক’ সিজান মহম্মদ খানকে জেরা করে আত্মহত্যার ঘটনার কিনারা হতে পারে বলেই মনে করছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সিজান পুলিশকে রিছুই জানায়নি বলেই খবর। এদিকে, পুলিশ তুনিশার সহ অভিনেতা পার্থ জুৎসিকেও তলব করেছে। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।