সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক চমক দিচ্ছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘ভ্যাকসিন ওয়ারে’র পর এবার সিনেপর্দায় নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন বিবেক। মহাভারতকে এবার আনতে চলেছেন একেবারে নতুন রূপে। সোশাল মিডিয়ায় সেই ছবিরই ফার্স্টলুক প্রকাশ করলেন বিবেক। ছবির নাম ‘পর্ব’। তিনটি পর্বে মুক্তি পাবে এই ছবি। এস এল ভেরাপ্পার লেখা বই থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হবে বিবেকের এই মহাভারত।
[আরও পড়ুন: ভালো-মন্দের যুদ্ধে যোদ্ধা ‘গণপত’-এর উত্থান, অ্যাকশনেই ভরসা নায়ক টাইগার শ্রফের]
সোশাল মিডিয়ায় বিবেক লিখলেন, ”বড়সড় ঘোষণা। মহাভারত কি ইতিহাস নাকি পুরাণ? আমরা গর্বিত পদ্মভূষণে সম্মানিত লেখক এস এল ভেরাপ্পার লেখা বই নিয়ে পর্ব ছবিটি তৈরি করছি।”
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পর পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা দুনিয়ায়। এমনকী, পরিচালকের বিবেকের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকে বার বার নানা কারণে খবরের শিরোনামে উঠে আসতেন বিবেক। বিশেষ করে সিনেপ্রেমীরা মুখিয়ে ছিলেন বিবেকের পরের ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ারে’র দিকে। গত সপ্তাহতেই মুক্তি পেয়েছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি বিবেকের এই ছবি। অনেকে অবশ্য শাহরুখের জওয়ান ছবির দাপটকে এর জন্য দায়ী করেছেন। তবে বহু ফিল্ম সমালোচকের মতে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির মতো, বিবেকের ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ দাগ কাটতে পারেনি।