সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীঘাটের বাড়ি থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারাকপুর থেকে প্রার্থী করা হল পরিচালক রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty)। বাঁকুড়া আসনটি দেওয়া হল অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee)। বৃহস্পতিবারই তৃণমূলে যোগ দিয়েছিলেন কীর্তন শিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। তাঁকে দেওয়া হল রাজারহাট-গোপালপুর কেন্দ্র। অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) পেলেন আসানসোল দক্ষিণ।
এবার ভোটে দাঁড়াচ্ছেন অভিনেত্রী জুন মালিয়াও। তিনি লড়বেন মেদিনীপুর সদর কেন্দ্র থেকে। উত্তরপাড়া থেকে দাঁড়াচ্ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। টেলিভিশন অভিনেত্রী লাভলি মৈত্র দাড়াচ্ছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। সাঁওতালি সিনেমার তারকা বীরবাহা হাঁসদা পাচ্ছেন ঝাড়গ্রাম। প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি দাঁড়াচ্ছেন হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে। প্রাক্তন ফুটবলার বিদেশ বসু দাঁড়াচ্ছেন উলুবেড়িয়া পূর্ব থেকে। কৃষ্ণনগর উত্তরে দাঁড়াচ্ছেন টলিউডের নায়িকা কৌশানি মুখোপাধ্যায়। বাংলা ছবির জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে। নিজের বারাসত কেন্দ্রই পেলেন চিরঞ্জিৎ চক্রবর্তী । প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই ভোটে দাঁড়ানোর জন্য করোনা টিকা নিয়েছিলেন তিনি। ইন্দ্রনীল সেন লড়বেন চন্দননগর থেকে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে (WB Assembly Elections 2021) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টলিউড। একঝাঁক তারকা এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছে। আগেই শাসক দলে নাম লিখিয়েছেন দীপঙ্কর দে, রাজ চক্রবর্তী (Raj Chakrabarty), মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস, সায়নী ঘোষের মতো হেভিওয়েট তারকারা। রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো টেলিভিশন তারকারাও ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। বৃহস্পতিবারই আবার শশী পাঁজার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী। শাসক শিবিরে যোগ দেন ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পণ্ডিতও। এঁদের মধ্যে থেকেই প্রার্থী বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী। যাঁদের প্রার্থী তালিকায় জায়গা দিতে পারলেন না তাঁদের জন্য ভবিষ্যতে বিধান পরিষদে জায়গা রাখার আশ্বাসও দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: STF ও বিধাননগর পুলিশের তৎপরতা, ভোটের মুখে নিউটাউন এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র]