সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কোনও পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়ছেন প্রাথমিক টেট (Primary TET 2022) পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শর্তসাপেক্ষে বাড়াল পর্ষদ। এগারোটা নয়, ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। তবে অবশ্যই মানতে হবে কিছু নিয়মকানুন।
এদিন কলকাতা-সহ একাধিক জেলার পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়েন কিছু পরীক্ষার্থী। ১১টার দু-তিন মিনিট পরে পৌঁছয় কোনও কোনও পরীক্ষার্থী। কিন্তু ততক্ষণে পরীক্ষাকেন্দ্রের দরজা বন্ধ হয়ে গিয়েছে। ফলে সমস্যায় পড়েন তাঁরা। কেউ কেউ আবার বিক্ষোভ দেখাতে শুরু করেন। পর্ষদের কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগও জানানো হয়। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করে পর্ষদ।
[আরও পড়ুন: টেন্ডার দুর্নীতির অভিযোগ, পুলিশের জালে শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান]
পরীক্ষাকেন্দ্রগুলিকে মৌখিকভাবে জানায়, ১১টা ৪৫ মিনিট অবধি ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে পৌনে বারোটায় একবারই পরীক্ষাকেন্দ্রের দরজা খোলা হবে। পর্ষদের তরফে মৌখিকভাবে আরও জানানো হয়, পরীক্ষার্থীদের জন্য় দরজা খুললে সতর্ক থাকতে হবে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষকে। দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। তবে ১১টা ৪৫ মিনিট পেরিয়ে গেলেও দেখা যায় কয়েকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীরা। তাঁদের অবশ্য ঢুকতে দেওয়া হয়নি। এদিকে অনেক কেন্দ্রে বায়োমেট্রিক স্ক্যানার মেশিন পৌঁছয়নি বলে অভিযোগ ওঠে। সেখানে জেলাশাসকদের প্রয়োজনমতো ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দেয় পর্ষদ। যা দেখে অনেকে বলছেন, টেটের নিরাপত্তা নিয়ে যে কঠোর পদক্ষেপ করেছিল প্রশাসন তাতে কিছুটা ঢিলে দিতে বাধ্য হল তারা।
প্রায় ৬ বছর পর রাজ্যে ফের প্রাথমিক টেট হচ্ছে। নিরাপত্তার ঘেরাটোপে নেওয়া হচ্ছে পরীক্ষা। যাতে কোনও বিঘ্ন না ঘটে, সে কারণে সতর্ক পর্ষদ। তা সত্ত্বেও পরীক্ষা বানচালের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।