shono
Advertisement

Breaking News

এথিক্স কমিটির রিপোর্টে ‘বিপজ্জনক’ অপরাধী মহুয়া, ‘প্রতিবাদী চিঠি’ দিচ্ছেন কংগ্রেস সাংসদরা

এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়লেই কি বাতিল হবে মহুয়ার সাংসদ পদ?
Posted: 09:29 AM Nov 09, 2023Updated: 09:55 AM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু সাংসদ পদ খারিজ নয়। মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে প্রস্তাবিত খসড়া রিপোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছে এথিক্স কমিটি। ৫০০ পাতার রিপোর্টের মূল বক্তব্য, তৃণমূল নেত্রীর সাংসদ পদ খারিজ করা হোক। এবং তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করানো হোক।

Advertisement

কমিটির খসড়া রিপোর্টে বলা হয়েছে, নিজের সাংসদ পদের অপব্যবহার করেছেন তৃণমূল (TMC) সাংসদ। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটা জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার শামিল। মহুয়ার কাজ ‘অত্যন্ত বিপজ্জনক, অনৈতিক এবং অপরাধমূলক’। বলা হয়েছে, মহুয়া যা করেছেন, তাতে তাঁর গুরুতর শাস্তি হওয়া দরকার। দর্শন হীরানন্দানির (Darshan Hiranandani) সঙ্গে মহুয়ার আর্থিক লেনদেনের পৃথক তদন্ত করা দরকার বলেও সুপারিশ করেছে ওই কমিটি। বৃহস্পতিবার ওই খসড়া রিপোর্ট পাশ করিয়ে নেবে এথিক্স কমিটি। তার পরই সেটা জমা দেওয়া হবে স্পিকারের কাছে।

[আরও পড়ুন: ‘গরিবের রেশন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র, পাপ করছে কংগ্রেস’, তোপ মোদির]

সংখ্যাধিক্যের জোরে এই খসড়া পাশ করাতে এথিক্স কমিটির বিশেষ অসুবিধা হবে না। তবে ওই কমিটির দুই কংগ্রেস (Congress) সদস্য নরেশ উত্তম কুমার রেড্ডি এবং ভি ভাইথিলিঙ্গম এই রিপোর্ট মানতে নারাজ। তবে কমিটিতে সংখ্যালঘু হওয়ায় এই খসড়া পাশ হওয়া থেকে আটকানো তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তাঁরা এই খসড়ার বিরুদ্ধে স্পিকারকে প্রতিবাদী চিঠি লিখতে চলেছেন। মহুয়ার পক্ষ নিয়ে প্রতিবাদী চিঠি লিখতে চলেছেন বিএসপি সাংসদ দানিশ আলিও। সূত্রের খবর, কংগ্রেস সাংসদরা চাইছেন, অন্তত তাঁদের প্রতিবাদটা আলাদা করে নথিভুক্ত হয়ে থাকুক।

[আরও পড়ুন: ২ সহকর্মীর সঙ্গে পরকীয়া! ২৩০ কিমি পেরিয়ে শ্বশুরবাড়িতে স্ত্রীকে ‘খুন’ পুলিশকর্মীর]

এখন প্রশ্ন হল, এথিক্স কমিটির (Ethics Committee) এই খসড়া স্পিকারের কাছে গেলেই কী মহুয়ার সাংসদ পদ বাতিল হবে? নিয়ম অনুযায়ী, লোকসভার শীতকালীন অধিবেশনে এথিক্স কমিটির এই খসড়া রিপোর্ট স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া হবে। তার পর আলোচনার ভিত্তিতে লোকসভা সিদ্ধান্ত নেবে। স্পিকার যদি এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে মহুয়ার সাংসদ পদ বাতিল হবে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সাংসদহীন হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement