সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রদীপের ভিতর দৈত্য লুকিয়ে থাকার গল্প শোনা যায়। মুক্তি পেলে সে সমস্ত স্বপ্নপূরণ করে। ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডের (Jordan Pickford) জলের বোতলও কি সেরকম? কারণ ইউরোর (Euro Cup 2024) কোয়ার্টার ফাইনালে ইংরেজদের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পিকফোর্ডের বোতলেরও।
বিষয়টা পরিষ্কার করে বলা যাক। ইউরোর কোয়ার্টারে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড আর ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে। প্রথমে সুইজারল্যান্ডের এমবোলো গোল করে দিলেও পরে শোধ করেন ইংল্যান্ডের বুকায়ো সাকা। অতিরিক্ত সময়ও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ভেলকি দেখায় পিকফোর্ডের বোতল।
[আরও পড়ুন: পতি পরমেশ্বর! জন্মদিনে ধোনির পা ছুঁয়ে প্রণাম সাক্ষীর, ভাইরাল ভিডিও]
পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন কোল পালমার। কিন্তু সুইসদের ম্যানুয়েল আকাঞ্জির শট নিজের বাঁদিকে ঝাঁপিয়ে আটকে দেন পিকফোর্ড। 'থ্রি লায়ন্স'-এর বেলিংহ্যাম, সাকা, টনি আর টেন্ট গোল করে যান। সুইজারল্যান্ডের বাকিরাও গোল করেন। কিন্তু পার্থক্য গড়ে দেয় আকাঞ্জির শটের সেভ। সেটাই ইউরোর সেমিতে তুলে দেয় ইংল্যান্ডকে।
[আরও পড়ুন: ঘরের মাঠে প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ, ফের বড় জয়ের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল]
আর তার পরই ভাইরাল পিকফোর্ডের কালো বোতলটির ছবি। যেখানে ছোট-ছোট সাদা অক্ষরে লেখা সুইজারল্যান্ডের সব ফুটবলারের পেনাল্টি মারার খুঁটিনাটি। আকাঞ্জি যে তাঁর বাঁদিকে মারবেন, সেটাও লেখা ছিল। এই ধরনের পরিকল্পনা অবশ্য প্রায়ই নেন গোলকিপাররা। আর এবার সেই পদ্ধতি মেনে ইংল্যান্ডকে সেমিতে তুলে দিল পিকফোর্ডের হাত।