বলিউড বাদশা শাহরুখ। বি-টাউন কাঁপাচ্ছেন খান, আখতাররা। তারপরেও কীভাবে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলছেন এ আর রহমান? X হ্যান্ডেলের দীর্ঘ পোস্টে এবার প্রশ্ন তুললেন সাহিত্যিক তসলিমা নাসরিন। রহমানের মতো 'বড়লোক'দের এমন বিড়ম্বনায় পড়তে হয় বলে তিনি বিশ্বাস করেন না। নিজের যন্ত্রণার কথাও তুলে ধরেন তসলিমা (Taslima Nasrin)। এদিকে, তীব্র সমালোচনার মাঝে বাবার পাশে দাঁড়িয়েছেন রহমানকন্যা।
সাহিত্যিক লেখেন, "এ আর রহমান মুসলমান এবং দেশে খুবই বিখ্যাত। আমি শুনেছি তাঁর সাম্মানিক অন্যান্য শিল্পীদের থেকে অনেক বেশি। তিনি সম্ভবত ধনীতম সঙ্গীতশিল্পী। অভিযোগ করছেন মুসলমান বলে বলিউড তাঁকে কাজ দেয়নি। শাহরুখ খান বলিউড বাদশা। সলমন খান, আমির খান, জাভেদ আখতার, শাবানা আজমি সকলে সুপারস্টার। বিখ্যাত এবং বড়লোকেরা কোথাও কোনও বাধার সম্মুখীন হন না। তিনি কোন জাতির, কোন ধর্মের তাতে কিছু যায় আসে না। বাধার সম্মুখীন হতে হয় আমার মতো গরিবদের। আমি যদিও কট্টরপন্থী নয়। তা সত্ত্বেও আমার নামের জন্য মুসলমান হিসাবে ধরা। যাঁরা মুসলমান বিরোধী তাঁদের কাছে অবশ্য এসবে কিছু যায় আসে না। আমাকে কেউ বাড়িভাড়া দিতে চান না। পা কেটে যাওয়ায় হাসপাতালে গিয়েও আমি প্রত্যাখ্যাত হই। হায়দরাবাদে মার পর্যন্ত খেতে হবে। ঔরঙ্গাবাদে আমি পা রাখতে পারি না। বাংলা থেকেও আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে।"
তিনি আরও লেখেন, "এই সমস্যাগুলি বলিউডের মুসলমান তারকা এ আর রহমানের মতো মানুষের জীবনে আসতে পারে না। আমি নাগরিক নই। একজন নাগরিক এবং বসবাসকারীর মাঝে। আইন অনুযায়ী, ভোটদান ছাড়া অন্যান্য সমস্ত অধিকারই আমার সমান। অনেকেই ভালোবেসে ভারতে বাস করেন। আমিও এখানে বাস করি কারণ ভালোবাসি। আমি মতাদর্শের সঙ্গে সহমত নই। ঠিক যেমন আমি ইসলাম ধর্মে বিশ্বাসী নই। তা সত্ত্বেও অনেকে এখনও কেউ কেউ চাঁদ দেখে ইদ উদযাপন, বহুগামিতার কথা বলেন। আমি মানবতায় বিশ্বাসী। আমি সত্যি তেমন কিছু করিনি। এই পৃথিবী প্রত্যেক মহিলা, পুরুষ আমার নিজের। এই মাটির সংস্কৃতি আমার নিজের। এ আর রহমান হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ঊর্ধ্বে। এটা বলা তাঁকে মানায় না।"
যখন বিভিন্ন দিক থেকে বাক্যবাণ ধেয়ে আসছে তখন আবার বাবার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন রহমানকন্যা খাতিজা। তিনি মালয়ালাম গীতিকার কৈলাস মেননের একটি পোস্ট শেয়ার করে লেখেন, "নিজের মনের কথা বলে সমালোচনার শিকার এ আর রহমান। তিনি যা মনে করেছেন, তাই বলছেন। এটা তাঁর অধিকার। আপনার সঙ্গে তাঁর মতবিরোধ থাকতেই পারে। কিন্তু তাঁর মতপ্রকাশের অধিকারকে আপনি কিছুতেই উড়িয়ে দিতে পারেন না।"
রহমানকন্যার ইনস্টা স্টোরি
