shono
Advertisement

Breaking News

Sahaj Path 2026

সংবাদ প্রতিদিন সহজ পাঠ ২০২৬, উদ্বোধনে টোটা, পড়ুয়াদের জীবনের পাঠ দেবেন বিশিষ্টরা

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ফেলুদার ৬০ বছর’।
Published By: Buddhadeb HalderPosted: 07:46 PM Jan 07, 2026Updated: 01:03 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথাগত শিক্ষার চার দেওয়াল কি সব সময় খুদের মনের জানলা খুলে দিতে পারে? উত্তর খুঁজতে আগামিকাল, ৮ জানুয়ারি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে জেআইএস নিবেদিত সংবাদ প্রতিদিন ‘সহজ পাঠ ২০২৬’। নিতান্ত কর্মশালা নয়, বরং শিক্ষার শাসনে এ এক খোলা ছুটির হাওয়া। বিজ্ঞান থেকে এআই, সমাজবিদ্যা থেকে শিল্পচর্চা— সব মিলিয়ে এক মুক্তাঙ্গন।

Advertisement

‘সহজ পাঠ’-এর তৃতীয় বর্ষের এই আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ফেলুদার ৬০ বছর’। সত্যজিৎ রায়ের সৃষ্টির এই হীরক জয়ন্তীকে ঘিরেই সাজছে এবারের উদযাপন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট অভিনেতা টোটা রায়চৌধুরী। যাঁর পর্দায় ফেলুদা হয়ে ওঠা আপামর বাঙালিকে ফিরিয়ে দিয়েছে তার নস্ট্যালজিয়া।

এই কর্মশালার বিশেষত্ব হল এর পথপ্রদর্শকরা। এখানে পাঠ দেবেন তাঁরাই, যাঁরা জীবনকে চিনেছেন পাঠ্যবইয়ের বাইরে বেরিয়ে। মহাকাশের রহস্য নিয়ে বলবেন বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী। সিনেমার ভাষা আর সৃজনশীলতা নিয়ে কথা বলবেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। মহাকাশ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলা ভাষার আঙিনা থেকে বিশ্বজয়ের অ্যাডভেঞ্চার- সবটাই উঠে আসবে বিশিষ্টদের আলোচনায়।

অরিজিত চক্রবর্তী

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইনফ্লুয়েন্সার অরিজিত চক্রবর্তী। সোশাল মিডিয়ার ভালোমন্দ দিক তুলে ধরবেন তিনি। বর্তমান সময়ে মুক্ত শিক্ষার সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনকে কতটা ইতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে, তা নিয়ে কথা বলবেন ‘টিউটোপিয়া’-র কর্ণধার সুব্রত রায়। ছোটদের জন্য বিশেষ পাওনা ‘শব্দবাজি’। খেলার ছলে বাংলা ভাষা আর বানান চর্চার এই অভিনব মাধ্যমটি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করবে।

সুব্রত রায়

বৃহস্পতিবার এই আসর খুদেদের ভাবনার জানলা খুলে দিতে নিঃসন্দেহে এক অভিনব পাওনা হতে চলেছে। এই অনুষ্ঠানে অংশ নেবে ৫০-এর বেশি স্কুলের পড়ুয়ারা। পর্দার ফেলুদা এবং বিশিষ্টদের মুখোমুখি হতে মুখিয়ে ছাত্রছাত্রীরা। বদ্ধঘরের শিক্ষা থেকে বেরিয়ে জীবনের পাঠ নিতে প্রস্তুত তারা। সংবাদ প্রতিদিন ‘সহজ পাঠ ২০২৬’ আসলে নতুন কিছু শেখার খুশিতে খুদেদের মেতে ওঠার জায়গা। এই আসর জ্ঞান আর আনন্দের এক মেলবন্ধন হতে চলেছে জোড়াসাঁকোর পুণ্যভূমিতে। প্রবেশ আমন্ত্রণমূলক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৮ জানুয়ারি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে বসছে ‘সহজ পাঠ ২০২৬’-এর আসর।
  • অনুষ্ঠিত হতে চলেছে জেআইএস নিবেদিত সংবাদ প্রতিদিন ‘সহজ পাঠ ২০২৬’।
  • অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট অভিনেতা টোটা রায়চৌধুরী।
Advertisement