shono
Advertisement
Taslima Nasrin

'কবে তোমার সন্ত্রাস বন্ধ করবে তুমি আমেরিকা?', ভেনেজুয়েলায় হামলার নিন্দায় কবিতা তসলিমার

মার্কিন আগ্রাসনের 'শিকার' প্রতিটি দেশের কথা উল্লেখ করেছেন তিনি।
Published By: Sucheta SenguptaPosted: 01:29 PM Jan 04, 2026Updated: 02:43 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাতিন আমেরিকার বামপন্থী দেশ, তেলসমৃদ্ধ ভেনেজুয়েলায়  স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে অতর্কিত হামলা চালিয়ে সস্ত্রীক দেশের প্রেসিডেন্টকে বন্দি করেছে মার্কিন ডেল্টা ফোর্স। মাদক মামলার-সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফোরসকে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে। মার্কিন মাটিতেই বিচার হবে মাদুরোর। এ বিষয়ে নিজেদের অবস্থান নির্লজ্জের মতো স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সকাল থেকে এসব ঘটনা পরম্পরা দেখে নিজের প্রতিবাদী কবিতায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। ফেসবুকে পুরনো একটি কবিতা পোস্ট করে তিনি আমেরিকাকে কার্যত তুলোধোনা করলেন।

Advertisement

কবিতার নামেই তসলিমা নিজের টার্গেট স্থির করে নিয়েছেন। ফেসবুকে পোস্ট করা তাঁর দীর্ঘ কবিতাটির নাম 'আমেরিকা'। তার প্রথম কয়েক লাইন এরকম - 'কবে তোমার লজ্জা হবে আমেরিকা?/ কবে তোমার চেতন হবে আমেরিকা?/ কবে তোমার সন্ত্রাস বন্ধ করবে তুমি আমেরিকা?/ কবে তুমি পৃথিবীর মানুষকে বাঁচতে দেবে আমেরিকা?/ কবে তুমি মানুষকে মানুষ বলে মনে করবে আমেরিকা?/ কবে এই পৃথিবীটাকে টিকে থাকতে দেবে আমেরিকা?'

এরপরই তিনি আমেরিকার ধ্বংসাত্মক কার্যকলাপকে চিহ্নিত করেছেন কবিতায়। মার্কিন বোমায় নিহত মানুষ, ধ্বংস নগরী, সভ্যতার বিনাশ, বিলুপ্ত স্বপ্নের কথা উল্লেখ করা হয়েছে। কবিতার পরবর্তী অংশে অনুশোচনার পাঠ দিয়েছেন তসলিমা। তিনি লিখেছেন, 'কবে তুমি অনুতপ্ত হবে আমেরিকা?/ কবে তুমি সত্য বলবে, আমেরিকা?/ কবে তুমি মানুষ হবে আমেরিকা?/ কবে তুমি কাঁদবে আমেরিকা?/ কবে তুমি ক্ষমা চাইবে আমেরিকা?/ আমরা তোমার দিকে ঘৃণা ছুঁড়ে দিচ্ছি আমেরিকা/ আমরা ঘৃণা ছুঁড়তে থাকবো ততদিন...'। পরপর মার্কিন আগ্রাসনের শিকার এল সালভাদোর, নিকারাগুয়া, চিলি, কিউবা থেকে শুরু করে পানামা, ইরান, ইরাক, লিবিয়া, মিশর, প্যালেস্টাইন, ভিয়েতনাম, আফগানিস্তানের নাম করে ক্ষোভ উগরে দিয়েছেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

তাঁর কলম আরও ঝলসে উঠেছে আমেরিকার প্রতি প্রবল ধিক্কারে, তিনি লিখছেন - 'নিজেকে তুমি, এখনও সময় আছে, ঘৃণা করো।/ এখনও তুমি তোমার মুখখানা লুকোও দুহাতে/ এখনও তুমি পালাও কোনও ঝাড়–জঙ্গলে/তুমি গ্লানিতে কুঁকড়ে থাকো,/কুঁচকে থাকো, তুমি আত্মহত্যা করো।' সাহিত্যিক নিজেই জানিয়েছেন, তাঁর এ কবিতা বহু পুরনো। অনুমান করা যায়, ইরাক-ইরানে মার্কিন হামলার পরপর তসলিমার এই প্রতিবাদ। এত বছর পরও আমেরিকার সেই আগ্রাসী মনোভাবের এতটুকুও বদল হল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ তসলিমা নাসরিনের।
  • মার্কিন আগ্রাসনের 'শিকার' প্রতিটি দেশের কথা উল্লেখ করেছেন তিনি।
  • অনুশোচনার বার্তা দিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক।
Advertisement