সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য। এই উপলক্ষে এ বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে বিশেষ অনুষ্ঠান 'পার্পেল ফেয়ার'-এর আয়োজন করা হয়।
ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স (NADT) কলকাতা রিজিওনাল ক্যাম্পাস এবং প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়নের যৌথ উদ্যোগে এই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ, NADT-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ন রাজু, এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রিন্সিপাল স্বামী একচিত্তানন্দ।
কয়েকশো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী খেলাধুলা, সঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেয়। শিশুদের আনন্দ ও উৎসাহ দেখে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।
সুরভী ভার্মা গর্গ জানান, এই উদ্যোগের লক্ষ্য হল বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের আত্মনির্ভর করে তোলা। তিনি বলেন, তাদের প্রতিভার বিকাশ ও সামাজিক সম্পৃক্ততায় তাঁরা সর্বদা পাশে থাকবেন। স্বামী একচিত্তানন্দ মহারাজ ছাত্রছাত্রীদের স্বামীজীর আদর্শে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
