shono
Advertisement
IDPD 2025

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’, খেলা-গানে মাতল দৃষ্টিহীন পড়ুয়ারা

বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের আত্মনির্ভর করে তুলতে এই উদ্যোগ।
Published By: Buddhadeb HalderPosted: 06:32 PM Dec 03, 2025Updated: 06:32 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য। এই উপলক্ষে এ বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে বিশেষ অনুষ্ঠান 'পার্পেল ফেয়ার'-এর আয়োজন করা হয়।

Advertisement

ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স (NADT) কলকাতা রিজিওনাল ক্যাম্পাস এবং প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়নের যৌথ উদ্যোগে এই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ, NADT-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ন রাজু, এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রিন্সিপাল স্বামী একচিত্তানন্দ।

কয়েকশো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী খেলাধুলা, সঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেয়। শিশুদের আনন্দ ও উৎসাহ দেখে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।

সুরভী ভার্মা গর্গ জানান, এই উদ্যোগের লক্ষ্য হল বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের আত্মনির্ভর করে তোলা। তিনি বলেন, তাদের প্রতিভার বিকাশ ও সামাজিক সম্পৃক্ততায় তাঁরা সর্বদা পাশে থাকবেন। স্বামী একচিত্তানন্দ মহারাজ ছাত্রছাত্রীদের স্বামীজীর আদর্শে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতি বছর ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
  • নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন।
  • কয়েকশো দৃষ্টি প্রতিবন্ধী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Advertisement