সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী গায়িকা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই শহরটাকে আপন করে নিয়েছেন। তিনি আর কেউ নন পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপ। তাঁর কপালের 'ক' লেখা টিপটিই কলকাতার প্রতি তাঁর একরাশ ভালোবাসার সাক্ষ্য বহন করে। সঙ্গে তো রয়েছেই তাঁর গলার গান। যা আজও প্রতিটি মানুষকে সুরেসুরে বেঁধে রাখে। কলকাতার জনপ্রিয় ক্লাবে একটা সময় তাঁর গলায় বিভিন্ন গান শোনার জন্য মুখিয়ে থাকতেন শ্রোতারা।
এই শহরেই ছোট-বড় একের পর এক অনুষ্ঠান যেন ঊষাকে জীবনের একএকটি ধাপ উত্তরণ করতে সাহায্য করেছে। সেই কলকাতার বুকেই এবার পপ সম্রাজ্ঞীকে গানে গানে হবে শ্রদ্ধাজ্ঞাপন। উদযাপন করা হবে তাঁকে। অনুষ্ঠানের নাম 'রেট্রো নাইট অ্যাট ঊষা'স ক্যাফে'। আগামী ২০ নভেম্বর, বিকেল সাড়ে ছটায় কলা মন্দিরে আয়োজিত হবে এই অনুষ্ঠান। এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজক দুই জনপ্রিয় বাংলা সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় ও উপল সেনগুপ্ত।
কলকাতার বুকে কিংবদন্তি ঊষা উত্থুপের সঙ্গীতময় সফর যে কোনও মানুষের কাছে যেন এক অনুপ্রেরণা। সেসব কিছুই এই অনুষ্ঠানে গানেগানে তুলে ধরা হবে। পার্ক স্ট্রিটের জনপ্রিয় ট্রিঙ্কাস, যেখানে প্রতিদিন তাঁর গান শুনতে আসতেন বহু মানুষ। সেসব যেমন ফুটিয়ে তোলা হবে এদিনের অনুষ্ঠানে একইসঙ্গে তুলে ধরা হবে মুম্বইয়ের বুকে তাঁর জার্নিও।
