shono
Advertisement

‘দেশ ভালবাসেন না’, বিজেপিতে যোগ দিয়েই সোনিয়াকে আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

সোনিয়া-রাহুলের নেতৃত্বকে অস্বীকার করলেন কংগ্রেস সাংসদ৷ The post ‘দেশ ভালবাসেন না’, বিজেপিতে যোগ দিয়েই সোনিয়াকে আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Apr 21, 2019Updated: 05:54 PM Apr 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস কৃষ্ণ কুমার৷ কংগ্রেসের তিনবারের এই সাংসদ অভিযোগ করলেন, সোনিয়া গান্ধী ভারতের ঐতিহ্যকে বোঝেন না৷ উনি ভারতকে ভালবাসেন না৷ কংগ্রেসের অনেকেই রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে পারছেন না৷

Advertisement

[ আরও পড়ুন: ‘আজাদির লড়াইয়ে শহিদ আদিল’, পুলওয়ামা কাণ্ডে অনুতপ্ত নয় জঙ্গির পরিবার ]

শনিবার বিজেপির সদর দপ্তরে দলের শীর্ষ নেতা শাহনওয়াজ হোসেন ও অনীল বালুনির উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন কেরলের কোল্লাম লোকসভা আসনের এই বিদায়ী সাংসদ৷ এরপরই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি৷ বলেন, ‘‘আমি কংগ্রেসের তিনবারের সাংসদ৷ কিন্তু ইউপিএ জমানায় আমি সোনিয়া গান্ধীর নেতৃত্বের চরম বিরোধী ছিলাম৷ আজ তাঁর ছেলের নেতৃত্বেরও বিরোধী৷ রাজীব গান্ধীর সঙ্গে খুব কাজ থেকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার৷ তাই আমি মনে করি ওনার পর, কোনও দেশভক্ত প্রধানমন্ত্রীরই দেশকে নেতৃত্ব দেওয়া উচিত৷’’

[ আরও পড়ুন: ‘বাবরি ধ্বংসের কোনও অনুশোচনা নেই’, আবারও বিস্ফোরক সাধ্বী প্রজ্ঞা ]

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে আক্রমণের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজেরও প্রশংসা করেন প্রাক্তন এই কংগ্রেস নেতা৷ তিনি বলেন, ‘‘উন্নয়নকামী হিসাবে আমি প্রধানমন্ত্রীর জ্ঞান, বুদ্ধি ও রাজনৈতিক দূরদর্শিতায় মুগ্ধ৷ তাই যতদিন বেঁচে থাকব প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার পরিকল্পনা নিয়েছি৷ আমি মনে করি দেশের মানুষের আবারও মোদিকে প্রধানমন্ত্রীর তখতে বসানো উচিত৷ পাঁচ বছরের জন্য নয়, আগামী দশ বছরের জন্য৷ তবেই ভাব়ত গোটা বিশ্বে শীর্ষস্থান দখল করবে৷’’ সম্প্রতি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী৷ কংগ্রেসে মহিলাদের যথাযথ সম্মান নেই বলে অভিযোগ করেন তিনি৷ এরপরেই আরও এক শীর্ষ নেতার কংগ্রেস ত্যাগ লোকসভা ভোটের মধ্যে হাত শিবিরকে যথেষ্ট চাপে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

The post ‘দেশ ভালবাসেন না’, বিজেপিতে যোগ দিয়েই সোনিয়াকে আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement