shono
Advertisement

Breaking News

উত্তরপ্রদেশে বিজেপি ঝড়ে উড়ে যাবে সপা-কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষায়

বিপদ বুঝে মায়াবতীর হাত ধরতেও রাজি অখিলেশ৷ The post উত্তরপ্রদেশে বিজেপি ঝড়ে উড়ে যাবে সপা-কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Mar 09, 2017Updated: 03:43 PM Mar 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক মাস ধরে চলার পর উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে গত ৮ মার্চ৷ আগামী ১১ মার্চ জানা যাবে চূড়ান্ত ফলাফল৷ তার আগে, বৃহস্পতিবার বুথ ফেরত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে বিজেপি ঝড়ে উড়ে যাবে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট৷ কোনও কাজেই নাকি লাগবে না রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের যৌথ প্রচার৷

Advertisement

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে ৪০৩টির মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বিজেপি৷ ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে, ৪০৩টির মধ্যে বিজেপি পেতে পারে ১৮৫টি আসন, সপা ও কংগ্রেস জোট পেতে পারে ১২০টি আসন ও মায়াবতীর বিএসপি পেতে পারে ৯০টি আসন ও অন্যান্যরা সবমিলিয়ে ৯টি আসন পেতে পারে৷ সিএনএনের সমীক্ষা বলছে, বিজেপি সম্ভবত পাবে ১৮৫টি আসন, সপা ও কংগ্রেস জোট পেতে পারে ১২০টি আসন, বিএসপি পেতে পারে ৯০টি আসন ও অন্যান্যরা ৯টি আসন পেতে পারে৷ এবিপির সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে ১৬৪-১৭৬টি আসন, সপা ও কংগ্রেস জোট পেতে পারে ১৫৬-১৬৯টি আসন, বিএসপি পেতে পারে ৬০-৭২টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ২-৬টি আসন৷

তবে উত্তরপ্রদেশে বিজেপিকে রুখতে যে প্রয়োজনে মায়াবতীর হাত ধরতেও তিনি দ্বিধা করবেন না, সে কথা এদিন স্পষ্ট জানিয়েছেন অখিলেশ যাদব৷ ৪৩ বছরের সপা নেতা বিবিসিক দেওয়া এক সাক্ষাৎকারে এদিন বলেছেন, “নিজের রাজ্যে কেউ রাষ্ট্রপতি শাসন চান না৷ কারণ, সেক্ষেত্রে বিজেপি যে পিছন থেকে কলকাঠি নাড়বে, সেটা সকলেরই জানা৷” রাজনৈতিক মহলের মতে, বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে যেতে দেখেই প্ল্যান ‘বি’ ছকে ফেলেছেন অখিলেশ৷ তবে অখিলেশকে পাল্টা বিঁধতে কসুর করেনি বিজেপি৷ বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বলেছেন, “একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যে দাবি অখিলেশ করেছিলেন, সেটা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হল৷”

The post উত্তরপ্রদেশে বিজেপি ঝড়ে উড়ে যাবে সপা-কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement